TRENDING:

Anubrata Mondal|| অণ্ডকোষের পর ফিসচুলার সমস্যা, অনুব্রতর বাহারি ডায়েট চার্ট! কী কী তালিকায়?

Last Updated:

Anubrata Mondal diet chart: মঙ্গলবার সকাল ১১:১৫ নাগাদ বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছাতে দেখা যায় শল্য চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী এবং তাঁর মেডিক্যাল টিমকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল গত রবিবার থেকেই অসুস্থতা বোধ করছেন। সেই মতো রবিবার তিনি কলকাতা যান এবং সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে দেখিয়ে বোলপুর ফেরেন। এসএসকেএম হাসপাতালে তার রোগ গুরুতর না হওয়ার কারণে ভর্তি নেয়নি। তবে মঙ্গলবার তাঁর বাড়িতে পৌঁছয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একটি মেডিক্যাল টিম।
advertisement

মঙ্গলবার সকাল ১১:১৫ নাগাদ বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছতে দেখা যায় শল্য চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী এবং তাঁর মেডিক্যাল টিমকে। তাঁরা অনুব্রত মণ্ডলকে দেখে আসার পর জানান, "ফিসচুলা সংক্রমণ, টাইপ টু ডায়াবেটিস এবং মানসিক অবসাদে ভুগছেন তিনি। এই মুহূর্তে অপারেশন করার মতো কোনও জায়গা নেই। চিকিৎসার জন্য যা যা দেওয়ার তা দিয়ে আসা হয়েছে এবং হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে।" পাশাপাশি ওই চিকিৎসক জানান, এই মুহূর্তে তার কোথাও জার্নি না করাটা ভাল। তবে তার যে পরিস্থিতি তার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই, বরং বাড়িতে বেড রেস্টে থাকতে হবে।

advertisement

আরও পড়ুন: সুস্থ হয়ে জিজ্ঞাসাবাদের সামনে যেতে চান, ১৪ দিন সময় চাইলেন অনুব্রত, খবর সূত্রে

আরও পড়ুন: উপকূলে লাল সতর্কতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! দেখুন আপডেট

View More

এরপরই প্রশ্ন ওঠে তাহলে খাওয়া-দাওয়াার ক্ষেত্রে কী কী বিধিনিষেধ জারি করা হয়েছে? এ প্রসঙ্গে শল্য চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানান,  "একজন ডায়াবেটিক পেশেন্টকে খাবারের ক্ষেত্রে যা যা বিধি নিষেধ দেওয়া হয় তাই দেওয়া হয়েছে। ডায়াবেটিক ডায়েট, সুগার জাতীয় খাবার না খাওয়া, ক্যালোরি মেইন্টেন করে খাওয়া। পাইলসের সমস্যা সমাধান করার জন্য বেশি করে জল এবং শাক সবজি খাওয়া। এ ছাড়াও কিছু ওষুধ রয়েছে সেগুলি খেতে হবে।" চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানিয়েছেন, "অনুব্রত মণ্ডলের এই ফিসচুলার সমস্যা বহুদিনের। এর আগেও অপারেশন হয়েছে। সেই সময় তিনটে না চারটে ছিল। একটা বাকি ছিল সেই একটাই এখন সমস্যা তৈরি করছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal|| অণ্ডকোষের পর ফিসচুলার সমস্যা, অনুব্রতর বাহারি ডায়েট চার্ট! কী কী তালিকায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল