ভার্চুয়াল শুনানিতে অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করার আর্জি জানালেন অনুব্রত মণ্ডল। ভোলেবোম চালকলের দু দুটি অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানিয়ে কারণ হিসেবে অনুব্রত বলেন, ২০০ জন কর্মচারীকে বেতন দিতে পারছেন না। নিজের স্বাস্থ্য নিয়েও অনুযোগ জানান কেষ্ট এদিনের ভার্চুয়াল শুনানিতে।
advertisement
গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ছিল ভার্চুয়াল শুনানি। মামলার অন্যতম প্রধান দুই অভিযুক্ত অনুব্রত মণ্ডল এবং তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী সহগল হোসেনের ভার্চুয়াল শুনানি হয় তিহাড় জেল থেকে। এদিন দু’জনেই উপস্থিত ছিলেন শুনানিতে। শরীর স্বাস্থ্যের অবনতির কথা বিচারককে জানান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর ভোলেব্যোম চালকলটির অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদনও জানান তিনি এদিনের ভার্চুয়াল শুনানিতে।
আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে অনুব্রত বৃহস্পতিবার জানান, তাঁর শরীর ভাল নেই, বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি, ভোলেব্যোম চালকলের অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদনও করেছেন তিনি।
বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের আবেদন শোনেন। তাঁর শারীরিক অসুবিধার বিষয়টি জেল কর্তৃপক্ষ যাতে নজরে রাখেন, সে জন্য জেল সুপারকে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন বিচারক। একই সঙ্গে অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিয়ে আবেদন জানানোর জন্যও অনুব্রতকে জানিয়েছেন।