TET Scam || ED: নিয়োগ দুর্নীতিতে ইডির চার্জশিটে বিরাট পর্দাফাঁস! 'শান্তনু-কুন্তল-অয়নের' বিরুদ্ধে 'Unknown' চিঠি অস্ত্র

Last Updated:

TET Scam || ED: নিয়োগ দুর্নীতিতে 'চিঠি' অস্ত্র ইডির! নম্বর কার? 'আননোন' নম্বর থেকে আসা চিঠিই করবে পর্দাফাঁস?

নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস!
নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস!
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে শান্তনু-কুন্তল-অয়ন, একযোগে চাকরি বিক্রি করে টাকা তুলেছেন। চার্জশিটে এমনই দাবি করেছে ইডি। সোমবার শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চার্জশিটে শান্তনু ও অয়নের স্থাবর-অস্থাবর সম্পত্তির উল্লেখ করার পাশাপাশি কী ভাবে চাকরি বিক্রি হয়েছে কী ভাবে নগদ টাকার হাত বদল হয়েছে, সমস্তটাই উল্লেখ করা হয়েছে ইডির চার্জশিটে।
টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। টাকা দিয়ে চাকরি না পাওয়ার বিষয়টিও জায়গা পেয়েছে ইডির চার্জশিটে । শান্তনুর বিরুদ্ধে লেখা একটি চিঠি এই তদন্তে ইডির হাতিয়ার। চাকরি পেতে কয়েক জন চাকরি প্রার্থীর তরফে দেওয়া হয়েছিল ১ কোটি ৩৯ লক্ষ টাকা।
advertisement
advertisement
চার্জশিটে উল্লেখ রয়েছে, যে চিঠি পেয়েছিলেন শান্তনু, তাতে জমি বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন অনেকে বলে জানতে পেরেছে ইডি। দাবি, চাকরি পেতে সেই টাকা পৌঁছে যায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এখানেই শেষ নয়, চিঠিতে উঠে এসেছে ক্ষোভের কথাও। চার বছর অপেক্ষার পর মেলেনি চাকরি, টাকা ফেরত পেতে শান্তনুকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল চিঠি, বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। ইডির কাছে শান্তনু নিজেও ওই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানিয়েছিলেন, ‘অজানা’ নম্বর থেকে এই চিঠি এসেছিল। যেখানে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। তিনি নম্বরটি ব্লক করে দিয়েছিলেন বলেও দাবি করেছে ইডির জেরায়।
advertisement
চিঠি প্রসঙ্গে তদন্তে উঠে এসেছে, ‘আননোন’ হিসেবে নম্বর সেভ ছিল শান্তনুর দুটো ফোনে। যে ফোন দুটো বাজেয়াপ্ত করা হয়েছিল ইডির তরফে। নম্বরটি কার? কেনই বা সেই নম্বর থেকে এসেছিল অভিযোগ পত্র? ইডি সূত্রে দাবি, চিঠিতে ১ কোটি ৩৯ লক্ষ টাকা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকে চাকরি পেতে দেওয়া হয়েছিল টাকা। তদন্তে উঠে এসেছে  গুণধর খাঁড়া ২৬ জন চাকরিপ্রার্থীর কাছে থেকে ১ কোটি ৩৯ লক্ষ টাকা সংগ্রহ করে শান্তনুকে দিয়েছিলেন।
advertisement
এই গুণধর খাঁড়া ইডিকে দেওয়া বয়ানে জানিয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজে ১ কোটি ৩৯ লক্ষ টাকা দিয়েছিলেন। ২৬ জন চাকরিপ্রার্থীর থেকে সেই টাকা তোলা হয়েছিল। শুধু তাই নয় তিনি এমন এক চাকরিপ্রার্থীর কথা জানিয়েছিলেন যিনি চাকরি না পেয়ে তার দেওয়া টাকা ফেরত পেতে গুণধরের কাছে একাধিক বার এসেছিলেন। পরে ইডির তরফে এই চাকরিপ্রার্থীরও বয়ান নেওয়া হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Scam || ED: নিয়োগ দুর্নীতিতে ইডির চার্জশিটে বিরাট পর্দাফাঁস! 'শান্তনু-কুন্তল-অয়নের' বিরুদ্ধে 'Unknown' চিঠি অস্ত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement