সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের নামে এবং অনুব্রত মণ্ডলের অন্যান্য বেশ কয়েকজন আত্মীয়ের নামে বহু সম্পত্তির হদিস মিলেছে। সেই সম্পত্তির বিষয়ে জানতেই এ দিন সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। একজন শিক্ষিকা কীভাবে এই বিপুল সম্পত্তির অধিকারী হলেন, অর্থাৎ তাঁর আয় এবং ব্যয়ের সামঞ্জস্য নিয়েই উৎসুক সিবিআই। আর তা নিয়েই চোখা চোখা প্রশ্ন নিয়ে কেষ্ট'র বাড়িতে পৌঁছেছিলেন এক মহিলা আধিকারিক-সহ তিন সিবিআই আধিকারিক। কিন্তু সুকন্যা মণ্ডল এ দিন তাঁদের সঙ্গে কথা বলতে চাননি।
advertisement
আরও পড়ুন: সুকন্যাকে জেরা করতে অনুব্রতর বাড়িতে CBI, বেরিয়ে এলেন মাত্র ১০ মিনিটেই! বাড়ছে রহস্যে
প্রসঙ্গত, আজ অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর্থাৎ CA-কে তলব করে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এ দিন সকালে কলকাতা থেকে সিবিআইয়ের একটি দল শান্তিনিকেতনের পূর্বপল্লির গেষ্ট হাউসে পৌঁছন। সেখানে সকালেই ডেকে পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।
আরও পড়ুন: বোলপুর পৌঁছেই তৎপর CBI, অনুব্রতর CA-কে জিজ্ঞাসাবাদ, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে
সিবিআই সূত্রে খবর, সিএ-কে জিজ্ঞাসাবাদ থেকে মেলা তথ্যের ওপরে ভিত্তি করে ২ ব্যাঙ্ক আধিকারিককে তলব করা হয়েছে। CA-র বক্তব্যের সঙ্গে ব্যাঙ্কের নথি মিলিয়ে দেখা হবে। পাশাপাশি, বোলপুরের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কেও হানা দিয়েছেন CBI আশিকারিকরা। অনুব্রতর বাড়ির কাছেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে পৌঁছে গিয়েছেন তাঁরা। ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা।