এদিন প্রথমে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে কথা বলতে বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। কিন্তু সিবিআইয়ের সঙ্গে কথা বলতে রাজি হননি সুকন্যা। সেখানে ১০ মিনিট থেকেই অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে যায় CBI। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা।
আরও পড়ুন: বোলপুর পৌঁছেই তৎপর CBI, অনুব্রতর CA-কে জিজ্ঞাসাবাদ, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে
advertisement
সিবিআই সূত্রে খবর, দুই ব্যাঙ্ক আধিকারিককে তলব করা হয়েছে। অনুব্রত মণ্ডলের সিএ-কেও তলব করা হয়েছে। সিএ-র বক্তব্যের সঙ্গে নথি মিলিয়ে দেখা হবে। অনুব্রতর মেয়ে সুকন্যার সম্পত্তির লেনদেন হওয়ার বিভিন্ন তথ্য খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘ সময় কথা বলেন সিবিআই আধিকারিকেরা।
আরও পড়ুন: 'রাষ্ট্রবিরোধী কাজ করেছে পুলিশ', ডিজি-সহ রাজ্যের ৩ IPS-র বিরুদ্ধে আজ হাইকোর্টে শুভেন্দু
এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আয়ের উৎস খুঁজে বের করতে চাইছে সিবিআই৷ গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মেয়ের নামেও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ কীভাবে অনুব্রতর মেয়ে সুকন্যার এত এত টাকার সম্পত্তি হল? তবে কি বাড়ির কাছের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই লুকিয়ে সমস্ত রহস্য? উত্তর খুঁজতে গোড়ায় ঘা মারতে তৈরি সিবিআই।