কয়েকদিন আগেও হাওড়া-আমতা লাইনে একটি দুর্ঘটনা ঘটেছিল। তাতে এক ব্যক্তির প্রাণ যায়। সেই ব্যক্তির দেহ উদ্ধার করতে কয়েক ঘণ্টা পেরিয়ে গিয়েছিল। জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনার বলি ব্যারাকপুরের পুলিশকর্মী! সাইকেলে করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কা, শোকের ছায়া এলাকায়
advertisement
এদিনও দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাঁরা। রেলের পক্ষ থেকে দ্রুত ওই মহিলাকে উদ্ধার না করায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আমতা থেকে হাওড়াগামী লোকাল ট্রেন থেকে মহেন্দ্রলাল নগর এবং মাজু রেল স্টেশনের মাঝে পড়ে যান ওই মহিলা। তবে ওই মহিলা লাইন ধরে যাতায়াত করছিলেন নাকি ট্রেন থেকে পড়ে গিয়েছেন, এই বিষয়ে দ্বিমত রয়েছে। তবে দুর্ঘটনার ঘটার পর বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। এর মধ্যে দু’টি ট্রেন যাতায়াত করলেও ওই মহিলাকে উদ্ধার করার বিষয়ে কোনও তৎপরতা দেখায়নি রেল, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। প্রায় দু’ঘণ্টা পর খবর পেয়ে দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ।






