TRENDING:

Birbhum News: মরণফাঁদ যেন বীরভূমের এই রাস্তা! ঘটল ফের দুর্ঘটনা

Last Updated:

একই রাস্তায় বারবার পথ দুর্ঘটনা।রাস্তার মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে একাধিকবার পথ দুর্ঘটনা দেখছে বীরভূমের এই একটি গ্রাম। ঠিক তেমনই এবার কচু বোঝাই ট্রাক্টরের চাকা ভেঙে উল্টে গিয়ে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায়, বীরভূম: একই রাস্তায় বারবার পথ দুর্ঘটনা।রাস্তার মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে একাধিকবার পথ দুর্ঘটনা দেখছে বীরভূমের এই একটি গ্রাম। ঠিক তেমনই এবার কচু বোঝাই ট্রাক্টরের চাকা ভেঙে উল্টে গিয়ে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা।
 ট্রাক্টর উল্টে বিপত্তি
 ট্রাক্টর উল্টে বিপত্তি
advertisement

বৃহস্পতিবার রামপুরহাট থেকে নলহাটিগামী দ্রুতগতিতে ছুটে আসছিল ট্রাকটারটি। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত বিনোদপুর মোড়ের কাছে হঠাৎই একটি খালের মধ্যে পড়ে ওই ট্রাক্টরটি চাকা ভেঙে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কচু ভর্তি ট্রাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টরের কর্মী নকুল লেট (২৯)-এর।

আরও পড়ুন: দুই নাবালককে বেঁধে বেধড়ক মার, ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক, তদন্তে দাঁতন থানা

advertisement

জানা যায় তাঁর বাড়ি নলহাটি থানার অন্তর্ভুক্ত গুমরা গ্রামে। গুরুতর জখম হন এলাকার আরও চার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: এগিয়ে আসছে দুর্গাপুজো, এদিকে জারি লাগাতার বৃষ্টি, চিন্তায় প্রতিমা শিল্পীরা

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে দাউ দাউ করে আগুন! পোষ্য কুকুরের তৎপতায় প্রাণ বাঁচল সকলের
আরও দেখুন

দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, দ্রুত গতির যান নিয়ন্ত্রণে রাস্তার কোথাও কোনও স্পিড ব্রেকার নেই। তাঁরা অবিলম্বে স্পিড ব্রেকার বসানোর দাবিতে অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে পুলিশ প্রশাসনের আশ্বাসের পর সেই অবরোধ তুলে নেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় ৭২ ঘণ্টার মধ্যে ওই রাস্তায় স্পিড ব্রেকার বসান হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: মরণফাঁদ যেন বীরভূমের এই রাস্তা! ঘটল ফের দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল