গোটা প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের জন্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বারাসত মহকুমা। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক মদন মিত্র এবং ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার।
advertisement
উত্তর ২৪ পরগনার পাঁচটি মহকুমা থেকে মোট ২৪০ জন ছাত্রছাত্রী ৩৪টি ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল, সার্টিফিকেট, ট্রফি ও ব্যাগ প্রদান করে সম্বর্ধনা জানানো হয়। জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগে প্রথম স্থানাধিকারী মোট ৩৪ জন বালক ও বালিকা আগামী ৯ ও ১০ জানুয়ারি বাণীপুরে অনুষ্ঠিত ৪১’তম রাজ্য স্তরের প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলার প্রতিনিধিত্ব করবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিযোগিতার প্রস্তুতির জন্য আগামী ২ জানুয়ারি থেকে হাবড়ার বাণীপুরে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে একটি আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে স্কুল স্তর থেকে আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের এগিয়ে যাওয়ার উৎসাহ যোগানো হচ্ছে বলেই মনে করছে শিক্ষামহল।






