বীরভূম মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের শিল্পীদের আঁকা ২৫০টি শিল্পকর্ম দিয়ে রামপুরহাট টাউন হলের এর দুটি কক্ষে শুরু হয়েছে এই প্রদর্শনী। আর এই প্রদর্শনী দেখতেই সকাল থেকে রাত্রি পর্যন্ত জমজমাট ভিড় জমছে অনুষ্ঠানে। প্রত্যেকদিন সকাল ১০ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
আরও পড়ুন : অভিনব অন্নপ্রাশন! বাংলার এপার-ওপার ‘মিলে গেল’ একরত্তির মুখেভাতে
advertisement
চারুকলা সংস্থার কর্ণধার প্রাণকৃষ্ণ সিমলান্ডি বলেন “সরস্বতী পুজোর দিন জল রং,তেল রং, প্যাস্টেল রং, পেন্সিল রং পেন্সিল স্কেচ এই প্রদর্শনীতে রাখা হয়েছিল।” ছোট থেকে বড় সকলের চিত্রকলা প্রদর্শনী এই অনুষ্ঠানে রাখা হয়। বিশেষ করে সন্ধ্যার সময় মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই প্রদর্শনী অনুষ্ঠানে।নিজেদের পছন্দমত ছবি কিনে নিয়ে যান চিত্রকলা প্রেমী মানুষজন। প্রাণ কৃষ্ণের দাবি শিল্প ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য তার এরকম প্রচেষ্টা। আগামী দিনেও আরও বড় ভাবে এই চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
প্রাণকৃষ্ণ সিমলান্দী বাবু আমাদের জানান প্রত্যেক বছর বীরভূমের পাশাপাশি ঝাড়খন্ড থেকেও বহু ছাত্র-ছাত্রীরা ছুটে আসেন এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। মূলত ছাত্র ছাত্রীদের বিভিন্ন চিত্রকলা তুলে ধরার প্রতি আগ্রহী করার জন্য প্রত্যেক বছর এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
সৌভিক রায়





