TRENDING:

Kali Temple: দুর্গাপুরের এই প্রাচীন কালীমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সিপাহি বিদ্রোহেরও আগে এক অগ্রহায়ণের মহানিশায়

Last Updated:

Kali Temple: এই মন্দিরের রোমহর্ষক ইতিহাস। ভারতে সিপাহি বিদ্রোহের আগে প্রতিষ্ঠা হয় এই মন্দিরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: সমগ্র দুর্গাপুরবাসী যখন মা কালীর আরাধনায় মাতোয়ারা, বহু প্রাচীন বিখ্যাত এই শ্মশানকালী মন্দির তখন থাকে আড়ম্বরহীন, কিন্তু কেন? কালীপুজোর সময় গোটা দুর্গাপুর শহর আলার উৎসবে মাতোয়ারা হয়ে উঠলেও এই বিখ্যাত মন্দিরটি থাকে সম্পূর্ণ আড়ম্বরহীন। প্রথমেই জানিয়ে রাখি এই মন্দিরের রোমহর্ষক ইতিহাস। ভারতে সিপাহি বিদ্রোহের আগে প্রতিষ্ঠা হয় এই মন্দিরের।
advertisement

দুর্গাপুরের বেনাচিতি বাজারে ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ১৮৫২ সালে অর্থাৎ বাংলার ১২৯৯ সালে।মন্দির সূত্রে জানা যায়, নাগাসন্ন্যাসী তুলসীদাস গোঁসাই বাবার নির্দেশ করা পথে সিদ্ধতান্ত্রিক গুরুদেব অক্ষয়কুমার রায় মহাশয় পঞ্চমুণ্ডী আসনে জগৎজননী “মা” কে প্রতিষ্ঠা করেন। সেই সময় মায়ের প্রথম মৃন্ময়ী মূর্তি গড়েছিলেন উপেন ও ব্রজ সূত্রধর। আজও মা সেই একই রূপে পূজিত হয়ে আসছেন। মা সদানন্দময়ী মন্দিরে বহু সাধু-সন্ন্যাসী, গুপ্তযোগী, গৃহীযোগী, এসেছেন ও অবস্থান করেছেন। অনেকেরই দেহ পঞ্চভূতে লীন হয়েছে মায়ের এই মন্দিরে। প্রতিদিন বহু দর্শনার্থী-ভক্ত-সন্তানগণ এই জাগ্রত সদানন্দময়ী মাকে দর্শন করতে আসেন।

advertisement

আরও পড়ুন : পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের ইতিহাস জড়িয়ে এই গ্রামের নামে, আসন্ন কালীপুজো উপলক্ষে এখন সাজো সাজো রব পাতালভেদী মন্দিরে

সেরা ভিডিও

আরও দেখুন
ধান জমিতে পোকার উৎপাত! নষ্ট হচ্ছে ফসল! কীভাবে মিলবে রেহাই? জানুন সহজ উপায়
আরও দেখুন

তবে এমন ঐতিহাসিক একটি মন্দিরে এই দীপাবলি কালীপুজোর রাতে কোনও জাঁকজমক থাকেনা। কারণ এই মন্দিরে মহা ধুমধাম ও আড়ম্বরের সহিত পুজো হয় বাংলার অগ্রহায়ণ মাসে৷ তখন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় মন্দিরে। প্রতিবছরই অগ্রহায়ণ মাসের অমাবস্যায় এই মন্দিরের বার্ষিক পুজো হয়। এটি কেবল ধর্মীয় স্থানই নয়,দুর্গাপুরের এক অন্যতম দর্শনীয় স্থান হিসেবেও খ্যাতি রয়েছে ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের। চারপাশে ব্যস্ত বাজার হলেও মন্দিরে বিরাজ করে অদ্ভুত শান্তি ও নিস্তব্ধতা।প্রতি বছরই অগ্রহায়ণ মাসের মহানিশায় ভিড়িঙ্গী কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবসে পুরাতন মা কালীর মৃন্ময়ী মূর্তির বিসর্জন হয় মন্দিরের পাশের প্রাচীন কুমোর বাঁধে। আর নতুন মৃন্ময়ী মায়ের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ভক্তদের কাছে দেবী সদা করুণাময়ী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Temple: দুর্গাপুরের এই প্রাচীন কালীমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সিপাহি বিদ্রোহেরও আগে এক অগ্রহায়ণের মহানিশায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল