Kali Temple: পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের ইতিহাস জড়িয়ে এই গ্রামের নামে, আসন্ন কালীপুজো উপলক্ষে এখন সাজো সাজো রব পাতালভেদী মন্দিরে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
Kali Temple: ‘ময়দা’ নামের উতপত্তি নিয়ে দু’টি কাহিনি প্রচলিত। কথিত, পৌরাণিক ময়দানবের নামেই এই স্থানের নামকরণ হয় ময়দা। আর একটি কাহিনি পর্তুগিজদের ঘিরে।
বহুরু, সুমন সাহা: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া জয়নগর থানার অধীন ময়দা গ্রাম। একসময় বর্ধিষ্ণু গ্রাম ছিল ময়দা। বাংলা সাহিত্যের বিভিন্ন লেখায় এই ময়দার উল্লেখ আছে। যেমন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর ‘আত্মচরিত’-এ এই গ্রামের বর্ণনা পাওয়া যায়। যেখানে প্রাচীন বাংলা কাব্য ও পর্তুগিজদের যাত্রার বিবরণে ময়দার উল্লেখ করেছেন শিবনাথ। আদি গঙ্গাতীরে এই ময়দা গ্রামের পাতালভেদী কালীমন্দিরের খ্যাতি আজ ঘরে ঘরে।
‘ময়দা’ নামের উতপত্তি নিয়ে দু’টি কাহিনি প্রচলিত। কথিত, পৌরাণিক ময়দানবের নামেই এই স্থানের নামকরণ হয় ময়দা। আর একটি কাহিনি পর্তুগিজদের ঘিরে। বহড়ুর এই অঞ্চল আদিগঙ্গার প্রবাহপথের ওপর অবস্থিত। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করার রাস্তা হিসাবে এই জলপথটি পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের খুব পছন্দের ছিল। তারা এই অঞ্চলকে বলত ‘মদিয়া’। সেখান থেকেই এসেছে ‘ময়দা’ নাম।
advertisement
আরও পড়ুন : অন্নভোগে সাজানো থাকে মাছ, মুর্শিদাবাদের আদি কিরীটেশ্বরী মন্দির ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী
কালীপুজো উপলক্ষে পাতালভেদী মন্দিরে এখন সাজো সাজো রব। তবে শুধু কালীপুজোতেই নয়, বিশেষ বিশেষ তিথিতে পুজো দেওয়ার জন্যেও লম্বা লাইন পড়ে। মায়ের পুকুরে স্নান করে পুণ্যার্থীরা ময়দানবের পরমারাধ্যা দেবী পাতালভেদী ময়দানবেশ্বরী দক্ষিণাকালীর পুজো দেন ভক্তিভরে। দক্ষিণাকালীবাড়ি উন্নয়ন সমিতির তরফ থেকে জানা গেল, ভাদ্রমাসে তালনবমী, শ্রাবণের অম্বুবাচী এবং বৈশাখ ও মাঘ মাসের প্রথম দিনেও এই মন্দিরে উৎসব পালিত হয়। বহু মানুষের উপচে পড়া ভিড়ে মন্দিরপ্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। জ্যৈষ্ঠপূর্ণিমা ও শারদনবমীতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। এ ছাড়া প্রতি মঙ্গলবার ও শনিবার বেশ ধুমধাম করে পুজো হয়। এই উপলক্ষে বিশাল মেলা বসে ময়দার পাতালভেদী দক্ষিণাকালী মন্দির প্রাঙ্গণে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 5:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Temple: পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের ইতিহাস জড়িয়ে এই গ্রামের নামে, আসন্ন কালীপুজো উপলক্ষে এখন সাজো সাজো রব পাতালভেদী মন্দিরে