Kali Temple: পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের ইতিহাস জড়িয়ে এই গ্রামের নামে, আসন্ন কালীপুজো উপলক্ষে এখন সাজো সাজো রব পাতালভেদী মন্দিরে

Last Updated:

Kali Temple: ‘ময়দা’ নামের উতপত্তি নিয়ে দু’টি কাহিনি প্রচলিত। কথিত, পৌরাণিক ময়দানবের নামেই এই স্থানের নামকরণ হয় ময়দা। আর একটি কাহিনি পর্তুগিজদের ঘিরে।

+
পাতাল

পাতাল ভেদি মা

বহুরু, সুমন সাহা: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া জয়নগর থানার অধীন ময়দা গ্রাম। একসময় বর্ধিষ্ণু গ্রাম ছিল ময়দা। বাংলা সাহিত্যের বিভিন্ন লেখায় এই ময়দার উল্লেখ আছে। যেমন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর ‘আত্মচরিত’-এ এই গ্রামের বর্ণনা পাওয়া যায়। যেখানে প্রাচীন বাংলা কাব্য ও পর্তুগিজদের যাত্রার বিবরণে ময়দার উল্লেখ করেছেন শিবনাথ। আদি গঙ্গাতীরে এই ময়দা গ্রামের পাতালভেদী কালীমন্দিরের খ্যাতি আজ ঘরে ঘরে।
‘ময়দা’ নামের উতপত্তি নিয়ে দু’টি কাহিনি প্রচলিত। কথিত, পৌরাণিক ময়দানবের নামেই এই স্থানের নামকরণ হয় ময়দা। আর একটি কাহিনি পর্তুগিজদের ঘিরে। বহড়ুর এই অঞ্চল আদিগঙ্গার প্রবাহপথের ওপর অবস্থিত। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করার রাস্তা হিসাবে এই জলপথটি পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের খুব পছন্দের ছিল। তারা এই অঞ্চলকে বলত ‘মদিয়া’। সেখান থেকেই এসেছে ‘ময়দা’ নাম।
advertisement
আরও পড়ুন : অন্নভোগে সাজানো থাকে মাছ, মুর্শিদাবাদের আদি কিরীটেশ্বরী মন্দির ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী
কালীপুজো উপলক্ষে পাতালভেদী মন্দিরে এখন সাজো সাজো রব। তবে শুধু কালীপুজোতেই নয়, বিশেষ বিশেষ তিথিতে পুজো দেওয়ার জন্যেও লম্বা লাইন পড়ে। মায়ের পুকুরে স্নান করে পুণ্যার্থীরা ময়দানবের পরমারাধ্যা দেবী পাতালভেদী ময়দানবেশ্বরী দক্ষিণাকালীর পুজো দেন ভক্তিভরে। দক্ষিণাকালীবাড়ি উন্নয়ন সমিতির তরফ থেকে জানা গেল, ভাদ্রমাসে তালনবমী, শ্রাবণের অম্বুবাচী এবং বৈশাখ ও মাঘ মাসের প্রথম দিনেও এই মন্দিরে উৎসব পালিত হয়। বহু মানুষের উপচে পড়া ভিড়ে মন্দিরপ্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। জ্যৈষ্ঠপূর্ণিমা ও শারদনবমীতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। এ ছাড়া প্রতি মঙ্গলবার ও শনিবার বেশ ধুমধাম করে পুজো হয়। এই উপলক্ষে বিশাল মেলা বসে ময়দার পাতালভেদী দক্ষিণাকালী মন্দির প্রাঙ্গণে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Temple: পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের ইতিহাস জড়িয়ে এই গ্রামের নামে, আসন্ন কালীপুজো উপলক্ষে এখন সাজো সাজো রব পাতালভেদী মন্দিরে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement