আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবদাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিনের চেষ্টায় গ্যাসের তীব্রতা কমানোর চেষ্টা চালানো হচ্ছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তা বলেই জানা গিয়েছে। কাঁকিনাড়া ফায়ার ব্রিগেড অফিসার দিলীপ রায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে, যাতে কোন রকম বিপত্তি না ঘটে।
advertisement
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, জনবহুল এলাকায় এই ধরনের কারখানা অত্যন্ত বিপজ্জনক। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘গ্যাসের গন্ধে অনেকেই অসুস্থ বোধ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা চাই প্রশাসন এই কারখানা বন্ধ করুক।’ যদিও এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন দেখার কতক্ষণে এই বিষাক্ত গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
Rudra Narayan Roy