TRENDING:

Ammonia Gas Leak: হু হু করে বেরোচ্ছে অ্যামোনিয়া গ্যাস, নিঃশ্বাস নিতে ছটফট করছে মানুষ, এলাকা থেকে লোক সরাচ্ছে পুলিশ

Last Updated:

Amonia Gas Leak: নৈহাটিতে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকে আতঙ্ক! পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: নৈহাটিতে বরফ তৈরির কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে বিপত্তি। শ্বাসকষ্ট, চোখ গলা জ্বালা নিয়ে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের। জানা গিয়েছে, নৈহাটির রাজেন্দ্রপুরে একটি বরফ তৈরির কারখানার পাইপ লাইনের ভাল্ব লিক করে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে এলাকায়। এর ফলে এলাকার বহু বাসিন্দা শ্বাসকষ্ট, চোখ ও গলার জ্বালা সহ তীব্র অসুস্থতার শিকার হন।
বিষাক্ত গ্যাস লিক
বিষাক্ত গ্যাস লিক
advertisement

আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবদাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিনের চেষ্টায় গ্যাসের তীব্রতা কমানোর চেষ্টা চালানো হচ্ছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তা বলেই জানা গিয়েছে। কাঁকিনাড়া ফায়ার ব্রিগেড অফিসার দিলীপ রায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে, যাতে কোন রকম বিপত্তি না ঘটে।

advertisement

আরও পড়ুন- IMD Weather Alert: ঘূর্ণাবর্ত-অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশনের জোড়া ফলায় বিদ্ধ, ৭ রাজ্যে এসি-কুলার না চালালে রেহাই নেই, বাকি রাজ্যে বৃষ্টির মেগা অশনি

স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, জনবহুল এলাকায় এই ধরনের কারখানা অত্যন্ত বিপজ্জনক। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘গ্যাসের গন্ধে অনেকেই অসুস্থ বোধ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা চাই প্রশাসন এই কারখানা বন্ধ করুক।’ যদিও এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন দেখার কতক্ষণে এই বিষাক্ত গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ammonia Gas Leak: হু হু করে বেরোচ্ছে অ্যামোনিয়া গ্যাস, নিঃশ্বাস নিতে ছটফট করছে মানুষ, এলাকা থেকে লোক সরাচ্ছে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল