একই সঙ্গে ফের একবার হুঁশিয়ারি শোনা গিয়েছে অমিত শাহের গলায়৷ তিনি দাবি করেছেন, বাংলা থেকে বিজেপি যদি ২০২৪-এ ৩৫টি বা তার বেশি আসনে জয়ী হয়, তাহলে ২০২৬ পর্যন্ত বর্তমান তৃণমূল সরকারই থাকবে না৷ অমিত শাহ বলেন, 'আপনারা ৭৭ আসনের সঙ্গে ৩৮ শতাংশ ভোট দিয়েছেন৷ তার জন্য আপনাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসনে বিজেপি-কে জিতিয়ে নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করুন৷ ২৪-এ ৩৫টি আসন বিজেপি পেলেই আর ২৫-এর প্রয়োজন হবে না৷ তার আগেই দিদির রাজত্বের অবসান হবে৷'
advertisement
আরও পড়ুন: অমিত শাহের কাছে জোড়া আবদার, সিউড়ির সভা মঞ্চে দাঁড়িয়ে কী চাইলেন শুভেন্দু?
এ দিনের সভায় তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি বারংবার অমিত শাহের মুখে একটা কথাই শোনা গিয়েছে, তা হল ২০২৪-এ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে বাংলার মানুষ ভোট দেবেন কি না! আর তা করতে গিয়ে বার বারই আয়ুষ্মান ভারত, উজালা গ্যাস যোজনা, বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও উল্লে়খ করেছেন তিনি৷
এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়েও অমিত শাহ সরাসরি প্রশ্ন ছু়ড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে৷ বীরভূমে কেন এখনও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে তৃণমূলের জেলা সভাপতি পদে রাখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ দাবি করেছেন, গরু পাচার, অনুপ্রবেশকারী, দুর্নীতি, সর্বোপরি তৃণমূলের অপশাসনের মতো সমস্যা থেকে বাংলাকে মুক্ত করার একমাত্র সমাধান বিজেপি-ই৷