Suvendu Adhikari: অমিত শাহের কাছে জোড়া আবদার, সিউড়ির সভা মঞ্চে দাঁড়িয়ে কী চাইলেন শুভেন্দু?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সিউড়ি: বীরভূমের সিউড়ির সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে দুটি অনুরোধ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলায় এখন এই দুটিই মূল সমস্যা রয়েছে। এই তিনটি সমস্যা সমূলে উৎখাত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা।
এ দিন দুপুরে প্রথমে অণ্ডাল বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে পৌঁছন বীরভূমের সভাস্থলে। অমিত শাহকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'অনুপ্রবেশকারীরা এখন বাংলার সবথেকে বড় সমস্যা। এটা আপনাকে সমূলে আর রয়েছে পরিবারতন্ত্রের সমস্যা। বাংলায় পিসি ভাইপোর রাজত্ব আপনাকে শেষ করতেই হবে!'
advertisement
advertisement
শুভেন্দু এ দিন সিউড়ির সভায় জানান, তিনি বিজেপি সর্বভারতীয় কার্যনির্বাহী সভায় যোগ দিয়েছিলেন৷ সেই বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে দেশের দুই রাজ্য থেকে পরিবা্রতন্ত্রের অবসানের কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই দুই রাজ্য হল পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানা৷
এ দিন অমিত শাহের সামনে বড় হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ অনুব্রত মণ্ডলের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'যিনি গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ভোট পরবর্তী হিংসায় মদত দিয়েছিলেন, সেই অনুব্রত মণ্ডলের অবস্থা এখন দেখেছেন তো কী হয়েছে৷ আপনারা যাঁরা এখনও ভাবছেন আগামী নির্বাচনগুলিতেও অনুব্রত মণ্ডলের মতো বিজেপি নেতা কর্মীদের উপরে অত্যাচার করবেন, তাঁদের অবস্থাও ওই একই রকম হবে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
April 14, 2023 3:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: অমিত শাহের কাছে জোড়া আবদার, সিউড়ির সভা মঞ্চে দাঁড়িয়ে কী চাইলেন শুভেন্দু?