TRENDING:

জঙ্গলমহল পুরুলিয়ার আশ্চর্য গাছ! লোকে বলেন 'বাদুড় গাছ', কেন এমন নাম? জানলে অবাক হবেন

Last Updated:

এলাকাবাসীদের কাছে এই গাছ 'বাদুড় গাছ' নামেই পরিচিত। এই বাদুড় গাছ দেখতে পথচলতি মানুষজন তো বটেই এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও প্রতিদিন ভিড় জমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: একটি গাছ হাজারও প্রাণ। পুরুলিয়ার কাশীপুরের সিমলা গ্রামে অবস্থিত একটি প্রাচীন তেঁতুল গাছ আজ এক অভয়ারণ্যের চেহারা নিয়েছে। এই গাছটিকে আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে হাজার হাজার বাদুড়। শুধু সংখ্যায় নয়, আকারেও তারা অনেক বড় যা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। প্রতিদিন সূর্য ডোবার পর তারা আকাশে উড়তে শুরু করে, আর দিনের বেলায় ঝুলে থাকে গাছের ডালে ডালে। এই দৃশ্য শুধু সৌন্দর্য নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষার এক অনন্য দৃষ্টান্তও বটে। একটিমাত্র গাছ কী ভাবে হাজারও প্রাণীর নিরাপদ আশ্রয় হতে পারে, সিমলার এই তেঁতুল গাছ তার জীবন্ত উদাহরণ।
advertisement

আজ এলাকাবাসীদের কাছে এই তেঁতুল গাছ ‘বাদুড় গাছ’ নামেই পরিচিত। এই বাদুড় দেখতে পথচলতি মানুষজন তো বটেই এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও প্রতিদিন ভিড় জমান। তাদের কথা, “আমরা প্রতিদিন এই বাদুড় দেখি। খুব ভাল লাগে দেখতে।”

আরও পড়ুন: শূন্য হাতে সঙ্গী শুধু মোবাইল ফোন, ১৬০০ কিমি যাত্রা নদিয়ার যুবকের! লক্ষ্যটা কী? জানুন

advertisement

তবে বহু প্রাচীন এই তেঁতুল গাছে বহু বছর ধরে বাদুড় বসবাস সম্পর্কে সেই রকম ভাবে কেউ কিছু বলতে না পারলেও অনেকেই বলছেন, হয়ত এই তেঁতুল গাছকে তারা বসবাসের জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে। তাই প্রথম থেকে তারা এখানেই থাকতে পছন্দ করেছে। ধীরে ধীরে হয়েছে বংশবিস্তার বেড়েছে বাদুড়ের সংখ্যাও।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

পুরুলিয়ার ওই এলাকার বিশিষ্ট ব্যক্তি আহ্লাদ মাহাতো বলেন, “এই গাছটি আমাদের কাছে সত্যিই একটি কৌতুহলী গাছ। একসঙ্গে এত বাদুড়ের বসবাস সাধারণত অন্য কোনও গাছে দেখা যায় না। প্রাচীন তেঁতুল গাছে এই বাদুড় আমরা ছোট থেকেই দেখে আসছি। যার কারণে আজ এই গাছ এলাকায় বাদুড় গাছ নামই পরিচিত।”

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলমহল পুরুলিয়ার আশ্চর্য গাছ! লোকে বলেন 'বাদুড় গাছ', কেন এমন নাম? জানলে অবাক হবেন
আরও দেখুন

সিমলার এই তেঁতুল গাছ আজ প্রমাণ করে, একটি মাত্র গাছ কীভাবে হাজারও প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হতে পারে। এটি শুধু একটি গাছ নয়, বরং প্রকৃতি ও প্রাণীর সহাবস্থানের এক জীবন্ত নিদর্শন। যেখানে প্রকৃতি এবং প্রাণীরা মিলে এক সুন্দর ভারসাম্য গড়ে তুলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জঙ্গলমহল পুরুলিয়ার আশ্চর্য গাছ! লোকে বলেন 'বাদুড় গাছ', কেন এমন নাম? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল