শূন্য হাতে সঙ্গী শুধু মোবাইল ফোন, ১৬০০ কিমি যাত্রা নদিয়ার যুবকের! লক্ষ্যটা কী? জানুন

Last Updated:

শান্তিপুরের আদিবাসী ঘরের ছেলে রনিত রায় তাই আজ স্থানীয়দের কাছে অনুপ্রেরণার প্রতীক—ভক্তি, সাহস ও আস্থার এক জ্বলন্ত উদাহরণ।

+
নদিয়ার

নদিয়ার যুবকের মহাকালেশ্বর উজ্জয়ন মন্দির যাত্রা

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুরের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের পঞ্চানন তলা মন্দির থেকে শুরু হয়েছে এক অনন্য আধ্যাত্মিক যাত্রা। শান্তিপুরের শিমুলতলার আদিবাসী ঘরের যুবক রনিত রায় রওনা দিয়েছেন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর উজ্জয়ন মন্দিরের উদ্দেশে। প্রায় ১৬০০ কিলোমিটার দূরত্ব তিনি অতিক্রম করবেন যা সময় লাগবে প্রায় দু’বছর!
এই কঠিন সাধনায় রনিতের সঙ্গে কেউ নেই—তিনি একাই পাড়ি দিয়েছেন এই দীর্ঘ পথে। তার সঙ্গে নেই বড় কোনও ব্যাগ বা সরঞ্জামও। কেবল একটি মোবাইল ফোন রয়েছে তার সঙ্গে। আর হাজার হাজার লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের শুভকামনা আর ভগবানের আশীর্বাদ। শুধুমাত্র এইটুকু বিষয়কেই পাথেয় করে কঠোর মনের জোর এবং বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছে সে। কোথাও থাকার বা খাওয়ার কোনও স্থির ব্যবস্থা নেই, পথেই যদি কেউ সাহায্য করে, তবেই চলবে তার যাত্রা। “সব ভরসা ভগবানের উপরে,” জানিয়েছেন রনিত। তিনি আরও বলেন, “কারও প্রভাবে নয় বা মানসিক চাপে নয়, ভগবানের প্রতি ভালবাসা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
advertisement
advertisement
এর আগে নদিয়ার রনিত কাজ করতেন মহারাষ্ট্রের নাসিকের একটি হোটেলে রাঁধুনি হিসেবে। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মা ও ভাই। বাবা প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। শুরুতে পরিবারের কেউই রনিতের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। কিন্তু তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও ভগবানের প্রতি গভীর টান দেখে শেষ পর্যন্ত মায়ের চোখের জলে আশীর্বাদ নিয়ে পাড়ি দেন রনিত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আনুমানিক দেড় থেকে দুই বছর সময় লাগবে এই যাত্রা সম্পূর্ণ করতে। পথে পথে বিভিন্ন মন্দিরে রাত্রিবাস করার ইচ্ছে রয়েছে তার। ধর্মপ্রাণ মানুষদের মতে, আজকের যুগে এমন কঠোর ব্রত গ্রহণ এক বিরল দৃষ্টান্ত। শান্তিপুরের আদিবাসী ঘরের ছেলে রনিত রায় তাই আজ স্থানীয়দের কাছে অনুপ্রেরণার প্রতীক—ভক্তি, সাহস ও আস্থার এক জ্বলন্ত উদাহরণ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শূন্য হাতে সঙ্গী শুধু মোবাইল ফোন, ১৬০০ কিমি যাত্রা নদিয়ার যুবকের! লক্ষ্যটা কী? জানুন
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement