আরও পড়ুন- এটিই পৃথিবীর শেষ রাস্তা, এরপর দুনিয়া শেষ! ভুলেও একা যাবেন না, কারণ জানলে শিউরে উঠবেন!
পুলিশ সূত্রে খবর, ওই দুই সিভিক ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন এক যুবক। আর এর পরই উপস্থিত বুদ্ধি খাটিয়ে তড়িঘড়ি দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই যুবককে অচৈতন্য অবস্থায় ফাঁস মুক্ত করে বুকে পাম্প করে ও মাউথ ব্রিথিং পদ্ধতি অবলম্বন করে জ্ঞান ফিরিয়ে আনে। পরে তড়িঘড়ি ওই যুবককে প্রথমে ফুলিয়া হাসপাতাল ও পরে নদিয়া রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সুস্থ আছেন ওই যুবক। একদিকে যখন সিভিক এর উপস্থিতি নিয়ে নিরাপত্তা বিষয়ক প্রশ্ন তুলছে এক শ্রেণীর মানুষ, তখন দুই সিভিক এর উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় এক যুবকের প্রাণ রক্ষার ঘটনা এক অন্য নজির সৃষ্টি করল।
advertisement
তবে পুলিশের এই ভূমিকায় কুর্নিশ জানিয়েছে পরিবার, পাশাপাশি মঙ্গলবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে যুবক, আর এই প্রসঙ্গেই মঙ্গলবার সাংবাদিকদের প্রতিক্রিয়া দিলেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটেয়াল, তিনি জানিয়েছেন, দিনরাত ২৪ ঘন্টা পুলিশ কর্মীরা মানুষের সেবায় কাজ করে থাকেন। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, আগামী দিনে তারা আরও যদি প্রশিক্ষিত হতে পারে তাহলে আপদকালীন পরিস্থিতিতে আরও কিছু পদক্ষেপ নেওয়ার সাহস পাবে এই ভলেন্টিয়াররাই।
মৈনাক দেবনাথ