Bollywood Gossip: ঐশ্বর্য অতীত? ডিভোর্সের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে অভিষেকের প্রেমিকার নাম! কে তিনি, জানলে চমকাবেন!
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Bollywood Gossip: বিচ্ছেদের গুঞ্জনের মাঝে হঠাৎ প্রকাশ্যে এল অভিষেকের জীবনে আর এক নারীর অস্তিত্ব। এই প্রথম নয়, বলিউডের একাধিক সুন্দরী নানা সময়ে তাঁর প্রেমে পড়েছেন। সম্পর্কের কথাও শোনা গিয়েছিল একাধিক নায়িকার সঙ্গে। তবে শেষ অবধি ঐশ্বর্যর প্রেমেই বাঁধা পড়েন অমিতাভ-পুত্র। নয় নয় করে ১৭ বছরের দাম্পত্য জীবন তাঁদের। হঠাৎ কার সঙ্গে নাম জড়াল অভিষেকের?
advertisement
বিচ্ছেদের গুঞ্জনের মাঝে হঠাৎ প্রকাশ্যে এল অভিষেকের জীবনে আর এক নারীর অস্তিত্ব। এই প্রথম নয়, বলিউডের একাধিক সুন্দরী নানা সময়ে তাঁর প্রেমে পড়েছেন। সম্পর্কের কথাও শোনা গিয়েছিল একাধিক নায়িকার সঙ্গে। তবে শেষ অবধি ঐশ্বর্যর প্রেমেই বাঁধা পড়েন অমিতাভ-পুত্র। নয় নয় করে ১৭ বছরের দাম্পত্য জীবন তাঁদের। হঠাৎ কআর সঙ্গে নাম জড়াল অভিষেকের?
advertisement
তারকা এবং অভিনেতার মধ্যে একটা পার্থক্য থাকে। তারকা সুপরিচিত হন, অভিনেতা ততটাও নন। এই নায়িকাও ঠিক তেমনই! দ্য লাঞ্চবক্স তাঁকে দিয়েছে আন্তর্জাতিক সাফল্য। হোমল্যান্ড, ওয়েওয়ার্ড পাইনস-এর মতো আমেরিকান সিরিজেও নজর কেড়েছেন তিনি। এই দেশে দশভি আর এয়ারলিফট-এর সূত্রে দর্শক তাঁকে কিছুটা হলেও চিনেছে। তেমন মানুষের সঙ্গেই নাম জড়াল অভিষেকের।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আমাদেরও সেই ব্যক্তিগত কথা জানার প্রয়োজন নেই। যা জানা দরকার, তা হল তাঁর অভিনয় প্রতিভা। প্রতিনিয়ত তিনি নতুন করে আমাদের মুগ্ধ করে তুলবেন, এই আশা করাই যায়।অন্য দিকে, অভিষেক বচ্চনও রুপোলি পর্দায় বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন। শাহরুখ খানের কিং ছবিতে অ্যান্টাগনিস্টের ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে খবর এসেছে।