World Last Road: এটিই পৃথিবীর শেষ রাস্তা, এরপর দুনিয়া শেষ! ভুলেও একা যাবেন না, কারণ জানলে শিউরে উঠবেন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
World Last Road: ভ্রমণপিপাসীরা প্রায়শই নতুন জায়গা খুঁজতে থাকেন। তাঁদের আবেগ তাঁদের এমন জায়গায় টেনে নিয়ে যায় যা তাঁরা আগে কখনও দেখেননি। বিশ্বের অনেক সেরা দেশ আছে। আমাদের দেশ ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে খুব কমই লোকেই গিয়েছে। তবে পৃথিবীর শেষ প্রান্তে চলে যাওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে রোমাঞ্চকর!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নরওয়ে উত্তর মেরুর কাছে অবস্থিত, যেখানে পৃথিবী তার অক্ষের উপর ঘোরে। নরওয়ের ঠান্ডা জলবায়ু এবং অনন্য প্রাকৃতিক পরিবেশ এটিকে বিশেষ করে তোলে। এখানে ৬ মাস দিন ও ৬ মাস রাত রয়েছে। শীতকালে এখানে সূর্য দেখা যায় না, কিন্তু গ্রীষ্মকালে এখানে সূর্য অস্ত যায় না। অর্থাৎ গ্রীষ্মকালে এখানে রাত হয় না। এটাও বলা হয় যে উত্তর নরওয়ের শহর হ্যামারফেস্টে সূর্য মাত্র 40 মিনিটের জন্য অস্ত যায়, তাই এই শহরটি নিশীথ সূর্যের দেশ হিসাবেও পরিচিত।