আরও পড়ুন: রাস্তায় কোমর জল, ভাসছে ঘাটাল! বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গেলেন সাংসদ দেব
কথাই বলা হয় সকালের খবরের কাগজ বিকেলের ঠোঙ্গা। তবে সেই প্রচলিত ধারণা তিনি ভাবেননি। পুরানো খবরের কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। পুরানো খবরের কাগজ দিয়ে বিভিন্ন মানুষের অবয়ব, বিভিন্ন কাজকে ফুটিয়ে তুলেছেন তিনি। যেমন একটি মানুষ রিকশায় করে মাল টানছেন অথবা করোনা কালে পায়ে হেঁটে মানুষ বাড়ি ফিরছে, কিংবা আন্দোলনের রেপ্লিকা। এমন সব জিনিস তিনি ফুটিয়ে তুলেছেন খবরের কাগজ ব্যবহার করে।পুরানো খবরের কাগজকে বিভিন্ন পদ্ধতিতে এই বিশেষ ক্র্যাফটের জিনিস তৈরি করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন: খুদে ‘সেলিব্রিটি’ পড়ুয়া, ইউটিউবে মিলেছে প্রতিভার নমুনা, রাতারাতি ভাইরাল রাজদীপের ভিডিও আপনিও দেখুন
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বলভদ্রপুর এলাকার বাসিন্দা বরুণ সাহু। পেশাগতভাবে তিনি অন্য কাজ করলেও তার নেশা এবং ভালবাসা ছবি আঁকার প্রতি। নিত্য নতুন শিল্পকর্মের উদ্ভাবনী তার শখ। সম্প্রতি ২০০৮ সাল থেকে তিনি পেপার পাল্প ও ফেলে দেওয়া খবরের কাগজ দিয়ে তৈরি করেছেন বিভিন্ন জিনিস। খবরের কাগজকে জলে ভিজিয়ে তাকে একটি মণ্ড করে তার সঙ্গে আঠা মিশিয়ে একটি সরু তারের কাঠামোর উপর তা লাগিয়ে বিশেষ এই শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। এছাড়াও খবরের কাগজকে মুড়ে বিভিন্নভাবে তিনি তৈরি করেছেন অপর বেশ কিছু জিনিস। স্বাভাবিকভাবে শিল্পীর শিল্পকর্ম এবং তার নিত্যনতুন ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন আগামী যুব প্রজন্মকে দিয়েছেন বিশেষ বার্তা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রঞ্জন চন্দ