TRENDING:

Amazing Bridge: তলায় বইছে নদী, উপরে ক্যানেল! ব্রিটিশ আমলের বিস্ময়কর সেতু রয়েছে রাজ্যের এই জেলায়

Last Updated:

ব্রিটিশ আমলে তৈরি আশ্চর্য্য সেতু, ওপরে ক্যানেল, তলায় বইছে দিয়ে নদী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: পাঁশকুড়ার গোটপোতা গ্রামে ক্ষীরাই নদীর ওপর রয়েছে ব্রিটিশদের তৈরি করা বিস্ময়কর সেতু, যার নিচে দিয়ে বয়ে গেছে নদী এবং ওপর দিয়ে ক্যানেল। আর সেই ক্যানেল দিয়েই একসময় হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত চলতে লঞ্চ। সালটা ১৮৬৬ ভারতে তখন শাসন করত ইংরেজরা। ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠা করল ইষ্ট ইন্ডিয়া ইরিগেশন অ্যান্ড ক্যানাল কোম্পানী। পাঁশকুড়ার যোগাযোগ ব্যবস্থায় ইতিহাসে সৃষ্টি হল নব দিগন্ত। বর্তমানের হাওড়া জেলার সাঁকরাইল থেকে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর পর্যস্ত নৌ চলাচলের জন্য এই সংস্থা চালু করল ক্যানেল। যা আজকের মেদিনীপুর খাল। শুধু নৌ যোগাযোগ না, চাষ আবাদের সুবিধার জন্য এই ক্যানেলই হয়ে উঠল মানুষের আশা ও ভরসা।
advertisement

দু’বছর পর ১৮৬৮ সালে ব্রিটিশ সরকার এই সংস্থাটির কার্যভার নিয়ে নেয়। নতুন করে ক্যানেলটির নাম দেওয়া হয় ‘ইরিগেশন অ্যান্ড নেভিগেশন’। ঠিক তিনবছর অর্থাৎ ১৮৭১ সাল নাগাদ ক্যানেলটিতে বিভিন্ন স্থানে লকগেট নির্মাণ করে নৌকা চালু করার উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকেই হাওড়া থেকে লঞ্চ পরিষেবা শুরু হয় মেদিনীপুর পর্যন্ত। তবে তা মোটেই একটানা ছিল না। প্রথমে সাঁকরাইল থেকে রূপনারায়ণের কাঁটাপুকুর পর্যন্ত। এরপর রূপনারায়ণ পেরিয়ে ওপারে কোলাঘাটের দেনান। তখনও কিন্তু কোলাঘাট চালু হয়নি। এবার দেনান থেকে সোজা মেদিনীপুর যাতায়াত করত সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুন: এক জায়গা থেকে অন্য জায়গায় ভরসা নৌকো! রাজপরিবারে জন্ম নিলে শিখতেই হয় নৌকো চালানো!

এ বিষয়ে পাঁশকুড়ার শিক্ষক তথা আঞ্চলিক ইতিহাসবিদ রূপেশ সামন্ত জানান, ‘পাঁশকুড়ার ঘোষপুর অঞ্চলে এই আশ্চর্য সেতুটি রয়েছে। যার ওপর দিয়ে বয়ে গিয়েছে ক্ষীরাই নদীর প্রবাহ এবং নিচে দিয়ে বয়ে গিয়েছে মেদিনীপুর ক্যানেলের প্রবাহ। সেতুটি এমন ভাবে তৈরি দুটো প্রবাহকে আলাদা করে রেখেছে। ১৮৭১ সালে এই সেতু নির্মাণ হয়েছিল। একসময় এই ক্যানেল ছিল সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম। বর্তমানেও এই সেতুটি বিস্ময়কর হয়ে দাঁড়িয়ে আছে।’

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ধীরে ধীরে এই মেদিনীপুর খালটিই হয়ে উঠল মেদিনীপুর জেলার মানুষের কাছে জলপথে যোগাযোগের এক মাধ্যম। গোটপোতা গ্রামে ক্ষীরাই নদীর ওপর দিয়েই বয়ে গেছে ক্যানেলটি। নিচে নদী, ওপরে ক্যানাল। সে সময় ব্রিটিশরা যে বিস্ময়কর সেতু নির্মান করেছিল, গোটপোতা গ্রামের সেতুটিই তা প্রমাণ করে। আজও তা দর্শনীয় বস্তু। ক্ষীরাইয়ের উপর ১০ টি খিলান গেঁথে এবং প্রতিটি খিলানে ১২ হাত করে দীর্ঘ পাকা গাঁথুনি গেঁথে তৈরি করা হয়েছে ৫০ ফুট প্রস্থ এবং ১৫ ফুট গভীরতা বিশিষ্ট বিশেষ জলাধার। সম্প্রতি জলাধারটির দক্ষিণ পাড়ের লোক চলাচলের রাস্তাটিকে বিশেষ উপায়ে চওড়া করায় দুর্ঘটনা কমেছে। সেইসঙ্গে বড় গাড়িও যাতায়াত করতে পারছে। বর্তমানে এই আশ্চর্য সেতু দেখতে উৎসাহ বাড়ছে সাধারণ মানুষের মনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amazing Bridge: তলায় বইছে নদী, উপরে ক্যানেল! ব্রিটিশ আমলের বিস্ময়কর সেতু রয়েছে রাজ্যের এই জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল