TRENDING:

সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকেই দেওয়া হচ্ছে নিম্নমানের ওষুধ! উঠছে বড় প্রশ্ন

Last Updated:

Health Center- সরকারি হাসপাতাল থেকেই দেওয়া হচ্ছে নিম্নমানের এমন ওষুধ! পরিষেবা নিয়েই উঠছে প্রশ্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সরকারি হাসপাতাল থেকে দেওয়া ওষুধ ঘিরে তৈরি হল বিতর্ক। প্যাকেট থেকে ওষুধ খুলে হাতে রাখলেই তা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে বলে অভিযোগ।
advertisement

একেবারেই ব্যবহারের অযোগ্য এই ওষুধ নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগীরা। বারাসত ১ নম্বর ব্লকের অন্তর্গত কদম্বগাছি পঞ্চায়েতে এলাকায় রয়েছে কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বারাসত শহর লাগোয়া এলাকায় এই হাসপাতালে রোজই বহু মানুষ আসে চিকিৎসা করাতে।

অন্যান্য দিনের মতো এই দিনও রোগীরা এসেছিলেন। চিকিৎসা করার পর তাঁদের দেওয়া হয় ওষুধ। আর সেই ওষুধ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, হাসপাতাল থেকে দেওয়া গ্যাসের ওষুধ অত্যন্ত নিম্নমানের।

advertisement

আরও পড়ুন- বাইক চালান যাঁরা, শীতে অনেকের সর্দি-কাশি হয়! বাঁচবেন কী করে? রইল টিপস

প্যাকেটের গায়ে দেওয়া তারিখ অনুসারে সেগুলি মেয়াদ উত্তীর্ণ নয়। কিন্তু ট্যাবলেটগুলি এতটাই নরম যে হাতে নিলেই ভেঙে যাচ্ছে। এমন ওষুধ ব্যবহারের ফলে সুস্থ হওয়ার থেকে আরও অসুস্থ হয়ে পরার আশঙ্কা করছেন অনেকেই। এমনই এক রোগী মহম্মদ রবিউল সর্দার জানান, ওষুধ একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে।

advertisement

চিকিৎসকরা বলেছেন, জেলা থেকে যে ওষুধ পাঠানো হয়েছে, সেই ওষুধই দেওয়া হয়েছে। কিন্তু সরকারি হাসপাতাল থেকে এত নিম্নমানের ওষুধ কীভাবে দেওয়া হল, তা বুঝতে পারছি না তিনি। শুধু তাঁকেই নয়, অনেককেই এই ওষুধ দেওয়া হয়েছে। এমনকী হাসপাতাল থেকে একথাও বলা হয়েছে যে, জলে মিশিয়ে এই ওষুধই খেয়ে নেবেন।

আরও পড়ুন- দাম ১০ হাজার টাকারও কম! বাজারে আসছে Moto G35! কেনার আগে ফিচার দেখে নিন

advertisement

হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, স্বাস্থ্য দফতর থেকে যে ওষুধ পাঠানো হয়েছে সেই ওষুধই দেওয়া হয়েছে। নিম্নমানের এমন ওষুধ ঘিরেই সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকেই দেওয়া হচ্ছে নিম্নমানের ওষুধ! উঠছে বড় প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল