দাম ১০ হাজার টাকারও কম! বাজারে আসছে Moto G35! কেনার আগে ফিচার দেখে নিন

Last Updated:

ফ্লিপকার্ট লিস্টিংয়ের তথ্য অনুযায়ী, Moto G35-এর দাম ১০ হাজার টাকার কম। বাজেট ফোন হলেও প্রিমিয়ার ডিজাইন রয়েছে।

দাম ১০ হাজার টাকারও কম! বাজারে আসছে Moto G35! কেনার আগে ফিচার দেখে নি
দাম ১০ হাজার টাকারও কম! বাজারে আসছে Moto G35! কেনার আগে ফিচার দেখে নি
১০ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Moto G35 স্মার্টফোন। ফ্লিপকার্টে ইতিমধ্যেই টিজার চলে এসেছে। রয়েছে দুর্দান্ত সব ফিচার। ডিজাইনও চোখ ধাঁধানো। তাছাড়া 5G-ও সাপোর্ট। দামও সাধ্যের মধ্যে।
দাম এবং ডিজাইন: ফ্লিপকার্ট লিস্টিংয়ের তথ্য অনুযায়ী, Moto G35-এর দাম ১০ হাজার টাকার কম। বাজেট ফোন হলেও প্রিমিয়ার ডিজাইন রয়েছে। টিজারে দেখা যাচ্ছে, ডিভাইসের পিছনের প্যানেলটি লেদার ফিনিশড, সঙ্গে ডুয়েল ক্যামেরা সেটআপও রয়েছে। আপাতত তিনটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেগুলো হল – সবুজ, কালো এবং কমলা।
advertisement
advertisement
ডিসপ্লে এবং ফিচার: Moto G35-এর ডিসপ্লে অপেক্ষাকৃত বড়। চারপাশে সরু বেজেল, নীচে চওড়া চিন। ফোনে 6.7 ইঞ্চির 120Hz Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ৩-এর প্রোটেকশন থাকছে। 120Hz রিফ্রেশ রেট ও 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।
ক্যামেরা: ফোনের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা।
advertisement
প্রসেসর এবং ব্যাটারি: Moto G35-এ Unisoc T760 চিপসেট ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে 5,000mAh ব্যাটারি, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি ফোনের সঙ্গে চার্জারও দিতে পারে বলে শোনা যাচ্ছে। যাঁরা বাজেট ফোনের খোঁজ করছেন তাঁদের জন্য Moto G35 আদর্শ। বিশেষ করে যাঁরা উন্নত ডিসপ্লে, ক্যামেরা, এবং 5G সাপোর্ট-সহ উন্নত ফিচার চাইছেন।
advertisement
Motorola-এর এই নতুন মডেলের স্মার্টফোনটি IP52 রেটিং পেয়েছে। কোম্পানির দাবি, ভেজা হাতেও ফোন চালাতে পারবেন ইউজাররা। ডিসপ্লে মসৃণভাবে কাজ করবে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে। তার মানে Dolby Atmos সাপোর্ট করবে। বেশিরভাগ স্পেসিফিকেশন সামনে এলেও দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
advertisement
বাজেট সেগমেন্টে Motorola-এর নতুন প্রতিযোগী: Motorola সম্প্রতি মিড-রেঞ্জ সেগমেন্টে বেশ কিছু ভাল ফোন লঞ্চ করেছে। এই নতুন বাজেট ফোনটিও স্পেসিফিকেশনের দিক থেকে অনেক উন্নতমানের। এমনটাই মনে করছেন টেক বিশেষজ্ঞরা। সম্প্রতি Redmi 14C স্মার্টফোন লঞ্চ হয়েছে। দাম ১০ হাজারের কম। এই ফোনের সঙ্গেই টক্কর হবে Moto G35-এর। কে জেতে এখন সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দাম ১০ হাজার টাকারও কম! বাজারে আসছে Moto G35! কেনার আগে ফিচার দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement