TRENDING:

North 24 Parganas News: জনবসতিপূর্ণ এলাকায় রেলের জায়গায় এসব এ কি পোঁতা হচ্ছে!

Last Updated:

নৈহাটিতে গঙ্গা তীরবর্তী শ্মশান ঘাটের উল্টোদিকের মাঠে শিশুদের মৃতদেহ পুঁতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: গঙ্গা তীরবর্তী শ্মশান ঘাটের ঠিক উল্টোদিকের মাঠে শিশুদের মৃতদেহ পুঁতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আর এই খবর সামনে আসতেই চাঞ্চল্য নৈহাটিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৈহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রামঘাট অঞ্চলের শ্মশানঘাটের ঠিক উল্টোদিকে রেলের একটি মাঠে রয়েছে। সেখানে শিশুদের মৃতদেহ পুঁতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর এই কারণেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
advertisement

আরও পড়ুন:  আগামীদিনে এলাকায় রক্তের ঘাটতি মেটাতে স্কুলের অভিনব উদ্যোগ

কারণ ওই মাঠেই এলাকার মানুষজন পুজার্চনা করেন এবং শিশুরা খেলাধুলা করে। ফলে, স্থানীয়রা চান অবিলম্বে এই মাঠে মৃতদেহ পুঁতে দেওয়ার কাজ বন্ধ হোক। হিন্দু শাস্ত্র মতে শিশুদের ভগবানের রূপ মনে করা হয়। তাই মৃতদেহ দাহ করা হয় না, ফলে মাটিতে পুঁতে দেওয়ার রেওয়াজ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা এসে রেলের পরিত্যক্তই জায়গাতে শিশুদের এই মৃতদেহ পুঁতে দিয়ে চলে যাচ্ছে। রেল প্রশাসনের তরফে বিষয়টি নিষেধ করা হলেও, তাতে কোন সুরাহা মিলছে না বলেও জানান এলাকাবাসীরা।

advertisement

আরও পড়ুন: অসুবিধা হলে হোক! জল সমস্যার সমাধান চাইছে নিউ ব্যারাকপুর

যদিও গোটা বিষয় নিয়ে নৈহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।তবে বেআইনিভাবে কোন মৃতদেহ পোঁতা যায় না। যদি এরকম কোন ঘটনা ঘটে, তার দায় রেল প্রশাসনের। কারণ স্থানীয় বাসিন্দারা যে জায়গায় মৃতদেহ পোঁতার অভিযোগ তুলেছেন সেই জায়গা রেল প্রশাসনের তত্ত্বাবধানে। তাই বিষয়টি দেখার দায়িত্ব রেলের। তবু মানবিকতার খাতিরে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও জানান। তবে এই পরিস্থিতি নিয়ে চরম সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষজন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এখন প্রশাসন কি ভূমিকা পালন করে সেদিকেই তাকিয়ে নৈহাটি রামঘাট এলাকার মানুষজন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জনবসতিপূর্ণ এলাকায় রেলের জায়গায় এসব এ কি পোঁতা হচ্ছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল