North 24 Parganas News: অসুবিধা হলে হোক! জল সমস্যার সমাধান চাইছে নিউ ব্যারাকপুর

Last Updated:

দীর্ঘ সময় ধরে চলে আসা নিউ ব্যারাকপুর এলাকার জমা জলের সমস্যার সমাধান হতে চলেছে অবশেষে। আর তার জন্যই কিছুদিনের জন্য হলেও আরও একটু বেশি পরিমাণ সমস্যা, সইতেও প্রস্তুত নিউ ব্যারাকপুর বাসীরা।

+
নিউ

নিউ ব্যারাকপুর পৌরসভা

উত্তর ২৪ পরগনা: দীর্ঘ সময় ধরে চলে আসা নিউ ব্যারাকপুর এলাকার জমা জলের সমস্যার সমাধান হতে চলেছে অবশেষে। আর তার জন্যই কিছুদিনের জন্য হলেও আরও একটু বেশি পরিমাণ সমস্যা, সইতেও প্রস্তুত নিউ ব্যারাকপুর বাসীরা। আর তাই আগামী ২৩ তারিখ পর্যন্ত নিকাশী নালা সংস্কারের কাজের জন্য রেল লাইনের দুপারের মানুষের যোগাযোগের ৮ নম্বর রেলগেট বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে নিউ ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে। জানা যায় রেললাইন পার্শ্ববর্তী দুই দিকে তৈরি করা হচ্ছে নিকাশী নালার সুবিধার্থে হাইড্রেন। ফলে বিসি রায় সরণী দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে।
ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে কাজ। যদিও জমা জলের সমস্যা থেকে নিউ ব্যারাকপুর বাসীদের মুক্তি দিতে দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে আসছে পুরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তবে এবার বিভিন্ন এলাকার নিকাশি-নালার সঙ্গে হাইড্রেন যুক্ত হলে জমা জল দ্রুত বেরিয়ে যেতে পারবে। ফলে সেই জল এই হাইড্রেনের মাধ্যমে স্থানীয় নোয়াই খালে গিয়ে পড়বে। দ্রুত জল নেমে যাওয়ার কারণে বিস্তীর্ণ নিউ ব্যারাকপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘ সময় ধরে একটু বৃষ্টি হলেই যে জল জমে যেত, তা আর হবে না বলেই মনে করছেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। স্থানীয় নোয়াই খাল সংস্কারের ক্ষেত্রেও পুরোসভা নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে। লোহার স্ট্রাকচার করে কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি করা হচ্ছে এই চওড়া ড্রেন। তাই রাস্তার দু’ধারে গর্ত করে চলছে কাজ। ফলে ভারী যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২৪ তারিখের পর থেকে আবারও পুনরায় এই রাস্তায় যান চলাচল করবে বলেই পুরসভার তরফ থেকে জানা গিয়েছে।
advertisement
advertisement
দুটি ধাপে প্রথম পর্যায়ে ১২ নম্বর ওয়ার্ড থেকে কাজ শুরু করা হলেও, বর্তমানে চার নম্বর ওয়ার্ডে এসে পৌঁছেছে দ্বিতীয় ধাপের কাজ। বর্তমানে প্রয়াসের মোড় থেকে নোয়াই খাল অব্দি কেএনডিএ এর সহযোগিতায় তৈরি হচ্ছে সুবিশাল এই ড্রেন। নিউ ব্যারাকপুর এলাকায় এর আগে এত বড় ড্রেন তৈরি হয়নি বলেই জানান পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা। ২৪ তারিখের আগেই সম্পূর্ণ হবে এই এলাকার নিকাশী নালা সংস্কারে ড্রেন তৈরির কাজ বলেই জানান কর্মীরা। মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় সাময়িকভাবে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে দীর্ঘ সময় ধরে চলে আসা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাময়িক এই সমস্যা সইতেও প্রস্তুত তারা এমনটাই জানালেন। এমনকি বিস্তীর্ণ নিউ ব্যারাকপুর এলাকার মানুষের চিকিৎসায় আশা পৌরসভা পরিচালিত হাসপাতালেও যেতে সমস্যায় পড়তে হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অনেকটাই ঘুরপথে পৌঁছতে হচ্ছে হাসপাতালে। তবু জমা জলের দুর্ভোগ মিটুক সেই আশা নিয়েই সাময়িক কষ্ট সইছেন নিউ ব্যারাকপুরবাসীরা।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: অসুবিধা হলে হোক! জল সমস্যার সমাধান চাইছে নিউ ব্যারাকপুর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement