North 24 Parganas News: ইছামতির উপর ভাসমান সেতু পেতে চলেছে বনগাঁ

Last Updated:

ইছামতির উপর ভাসমান সেতু পেতে চলেছে বনগাঁ।

+
হবে

হবে ভাসমান সেতু

উত্তর ২৪ পরগনা: নিত্যদিন ইছামতি নদী পার হয়ে কলেজে আসতে হয় ছাত্র-ছাত্রীদের। ফলে প্রাণ হাতে নিয়েই যাতায়াত করেন পড়ুয়ারা। তাই নদীর উপর সেতু নির্মানের জন্য দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে বনগাঁ পুরসভার উদ্যোগে ইছামতি নদীর উপর তৈরি হচ্ছে ভাসমান সেতু। ফলে বনগাঁ পুরসভার সৌন্দর্যায়নের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। জেলায় বনগাঁ মহকুমায় ইছামতি নদীর উপরে তৈরি হচ্ছে এই ভাসমান সেতু।
আরও পড়ুন:  নলেন গুড় কেন মাটির পাত্রেই রাখা হয় জানেন? কারণ শুনলে চমকে যাবেন
সেতু তৈরির প্রাথমিক পর্বের কাজও শুরু হয়েছে বনগাঁ পুরসভার তরফে বলে জানা গিয়েছে। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়-এর পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। আর এই ইছামতি নদী পার হয়েই বাগদা, হেলেঞ্চা, গাড়াপোতা, ধর্মপুকুরিয়া সহ বিভিন্ন অঞ্চলের পড়ুয়ারা পঠন পাঠনের জন্য আসে এই মহাবিদ্যালয়ে। ছাত্র-ছাত্রীদের ইছামতি নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। ফলে নৌকায় করে মহাবিদ্যালয় আসতে হয় তাঁদের। নৌকা পারাপারের ক্ষেত্রে কিছুটা প্রাণের ঝুঁকিও থেকে যায়। কলেজ পড়ুয়া সহ ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। এবার তাঁদের সেই দাবিকে মান্যতা দিয়েই ইছামতি নদীর উপর ভাসমান সেতু তৈরির উদ্যোগ নিল পুরসভা। এই ভাসমান সেতু বনগাঁ পুরসভার ১ নম্বর ওয়ার্ড এবং ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করবে।
advertisement
advertisement
ইছামতি নদীর ওপর এই ভাসমান সেতু তৈরির পরিকল্পনায় খুশি কলেজ পড়ুয়ারা থেকে ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও। কলেজে আসতে এবার তাঁদের অনেকটাই সুবিধা হবে বলেও জানান পড়ুয়ারা। বনগাঁ পুরসভা সূত্রে খবর, ভাসমান এই সেতু নির্মাণের জন্য প্রাথমিক পর্বে ইছামতি নদীতে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। এরপর ধাপে ধাপে সেতু নির্মাণের কাজ শুরু হবে। এই ভাসমান সেতু শুধুমাত্র ইছামতি নদী পারাপারের কাজই করবে না, ভাসমান সেতু হওয়ার কারণে পর্যটন কেন্দ্র হিসেবেও উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ফলে এর থেকে পুরসভার যেমন আয় বাড়বে, ঠিক তেমনি কলেজ পড়ুয়া থেকে সাধারণ যাত্রীদেরও সুবিধা হবে বলে জানান বনগাঁ পুরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। কিছুদিনের মধ্যেই এই ভাসমান সেতু নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে বলেও জানা গিয়েছে। ফলে
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জেলার সীমান্ত শহরে ভাসমান এই সেতু ঘিরে বাড়তি আকর্ষণ তৈরি হতে চলেছে মানুষের, তা বলা যায়।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ইছামতির উপর ভাসমান সেতু পেতে চলেছে বনগাঁ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement