এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এর আগে ব্রিজের দুরবস্থার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বড় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে প্রশাসন এবার মোটরবাইক ও ছোট চারচাকা গাড়ির উপরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে সমস্যা বেড়েছে নিত্য যাত্রীদের।
এই দিন সকালে জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ ব্রিজ এলাকা পরিদর্শনে আসেন এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানান, “ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন স্ট্রাকচারাল কিছু বড়সড় ক্ষতি হয়েছে, তাই আপাতত সব ধরনের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হচ্ছে। কিছু বাইক ও ছোট গাড়ি আগে থেকে ব্রিজের উপর থাকায় সেগুলোকে ধাপে ধাপে সরিয়ে তারপর পুরোপুরি নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।”
advertisement
আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার! ছিটকে গেলেন মহাতারকা! জেনে নিন বিস্তারিত
জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিজটি যতদিন না পর্যন্ত পুরোপুরি মেরামত হয় এবং ইঞ্জিনিয়াররা সবুজ সংকেত না দেন, ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জেলা শাসকের দফতর থেকেও আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করা হবে।