TRENDING:

Birbhum News: সিউড়ি তিলপাড়া ব্রিজে বিপর্যয়! তারপর যা ঘটল! বড় সিদ্ধান্ত প্রশাসনের

Last Updated:

Birbhum News: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী ব্রিজ, সিউড়ির তিলপাড়া ব্রিজ। এখন বিপদের মুখে। দীর্ঘদিন ধরেই ব্রিজটির খারাপ অবস্থায় থাকলেও সম্প্রতি তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুদীপ্ত গড়াই, বীরভূম: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী ব্রিজ, সিউড়ির তিলপাড়া ব্রিজ। এখন বিপদের মুখে। দীর্ঘদিন ধরেই ব্রিজটির খারাপ অবস্থায় থাকলেও সম্প্রতি তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে ব্রিজের ওয়াটার ডিভাইডারে পুরনো ফাটল আরও বড় আকার নেয় এবং একাংশ ধসে পড়ে যায় জলাধারের ১৩, ১৪ ও ১৫ নম্বর গেটের সামনে।
advertisement

এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এর আগে ব্রিজের দুরবস্থার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বড় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে প্রশাসন এবার মোটরবাইক ও ছোট চারচাকা গাড়ির উপরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে সমস্যা বেড়েছে নিত্য যাত্রীদের।

এই দিন সকালে জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ ব্রিজ এলাকা পরিদর্শনে আসেন এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানান, “ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন স্ট্রাকচারাল কিছু বড়সড় ক্ষতি হয়েছে, তাই আপাতত সব ধরনের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হচ্ছে। কিছু বাইক ও ছোট গাড়ি আগে থেকে ব্রিজের উপর থাকায় সেগুলোকে ধাপে ধাপে সরিয়ে তারপর পুরোপুরি নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।”

advertisement

আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার! ছিটকে গেলেন মহাতারকা! জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিজটি যতদিন না পর্যন্ত পুরোপুরি মেরামত হয় এবং ইঞ্জিনিয়াররা সবুজ সংকেত না দেন, ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জেলা শাসকের দফতর থেকেও আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সিউড়ি তিলপাড়া ব্রিজে বিপর্যয়! তারপর যা ঘটল! বড় সিদ্ধান্ত প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল