Asia Cup 2025: এশিয়া কাপে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার! ছিটকে গেলেন মহাতারকা! জেনে নিন বিস্তারিত

Last Updated:

Asia Cup 2025: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। ইংল্যান্ড সফর শেষে একমাসের বিশ্রাম নিয়ে ফের ২২ গজে নামবে ভারতীয় দল। তার আগে বড় ধাক্কা খেতে হতে পারে ভারতীয় দলকে।

News18
News18
৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। ইংল্যান্ড সফর শেষে একমাসের বিশ্রাম নিয়ে ফের ২২ গজে নামবে ভারতীয় দল। তার আগে বড় ধাক্কা খেতে হতে পারে ভারতীয় দলকে। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ সম্প্রতি চতুর্থ ভারত-ইংল্যান্ড টেস্টে চোট পান। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ২৩ জুলাই শুরু হওয়া ম্যাচের প্রথম দিনেই পন্থ ইংলিশ পেসার ক্রিস ওকসের একটি বলে রিভার্স সুইপ খেলার সময় পায়ের আঙুলে চোট পান। ফলে তিনি সেই ম্যাচে উইকেটকিপিং করতে পারেননি এবং এরপর ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত পঞ্চম টেস্ট থেকেও ছিটকে যান।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পন্থের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়লেও তার অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে চিকিৎসকেরা তাকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে তিনি সেপ্টেম্বরের ৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা এশিয়া কাপ ২০২৫ মিস করবেন। একই সঙ্গে অক্টোবরের ২ থেকে ১৪ তারিখ পর্যন্ত আহমেদাবাদ ও দিল্লিতে আয়োজিত ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
advertisement
যদিও সাদা বলের ক্রিকেটে পন্থ বর্তমানে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার নন, তবু তার অভিজ্ঞতা ও আগ্রাসী ব্যাটিং টেস্ট ক্রিকেটে বিশেষ অবদান রাখে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে তিনি চারটি ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরির মাধ্যমে ৪৭৯ রান করেছেন, যা তার ফর্মের প্রমাণ। ফলে টেস্ট সিরিজে তার অনুপস্থিতি ভারতীয় দলের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।
advertisement
advertisement
পন্থের পরিবর্তে পঞ্চম টেস্টে সুযোগ পেয়েছিলেন ধ্রুব জুরেল। আগ্রার এই তরুণ উইকেটকিপার-ব্যাটার পন্থের পরিবর্তে যদি টেস্ট সিরিজেও সুযোগ পান, তাহলে সেটি তার কেরিয়ারের জন্য বড় সুযোগ হতে পারে। তবে ভারতের টেস্ট দলের ভারসাম্য রক্ষায় পন্থের দ্রুত সুস্থ হয়ে ফেরা এখন সময়ের দাবি।
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: এশিয়া কাপে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার! ছিটকে গেলেন মহাতারকা! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement