কোহলি-রোহিতদের সঙ্গে খেলা ক্রিকেটার নাম লেখালেন অ্যাডাল্ট সাইটে! তোলপাড় ক্রিকেট দুনিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Cricketer who played with Virat Kohli Rohit Sharma joins adult site Only Fans: খেলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত তারকাদের সঙ্গেও। জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। এবার সেই তারকাই যোগ দিলেন মূলক অ্যাডাল্ট সাইট বলে পরিচিতি একটি প্ল্যাটফর্মে।
একসময় টি-২০ ক্রিকেটে তাঁকে অন্যতম সেরা প্রতিভা বলা ভাবা হয়েছিল। খেলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত তারকাদের সঙ্গেও। জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। এবার সেই তারকাই যোগ দিলেন মূলক অ্যাডাল্ট সাইট বলে পরিচিতি একটি প্ল্যাটফর্মে। এই খবর সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে।
ইংল্যান্ডের পেসার টাইমাল মিলস সম্প্রতি এক অনন্য সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশ্বের প্রথম পেশাদার ক্রিকেটার হিসেবে OnlyFans-এ যোগ দিয়েছেন। সাধারণত প্রাপ্তবয়স্ক কনটেন্টের জন্য পরিচিত এই প্ল্যাটফর্মে মিলসের উদ্দেশ্য একেবারেই ভিন্ন। তিনি জানিয়েছেন, এটি তার ভক্তদের সঙ্গে ক্রিকেট এবং জীবনধারা নিয়ে ঘনিষ্ঠভাবে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করবেন।
৩২ বছর বয়সী এই ক্রিকেটার The New York Times-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার OnlyFans অ্যাকাউন্টে থাকবে ক্রিকেটের পর্দার অন্তরালের গল্প, ইনজুরির অভিজ্ঞতা এবং ব্যক্তিগত মতামত—কোনো গ্ল্যামার বা বিতর্কিত কনটেন্ট নয়। “এখানে গ্ল্যামারাস কিছুই থাকবে না,” বলেন মিলস। “এটা শুধু ক্রিকেট আর বাস্তব জীবনের গল্প।”
advertisement
advertisement
মিলসের মতে, OnlyFans তার ভক্তদের সঙ্গে আরও ব্যক্তিগতভাবে সংযোগের সুযোগ করে দেবে, যেটা সাধারণ সোশ্যাল মিডিয়ায় সম্ভব হয় না। তিনি বলেন, যারা সত্যিই আগ্রহী, তারা সরাসরি তার সঙ্গে কথা বলতে পারবেন। যদিও বর্তমানে অ্যাকাউন্টটি ফ্রি সাবস্ক্রিপশনের জন্য খোলা, ভবিষ্যতে কিছু কনটেন্ট পেইড হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
advertisement
টাইমাল মিলস একসময় ইংল্যান্ডের সম্ভাবনাময় টি-টোয়েন্টি পেসার হিসেবে বিবেচিত হলেও, তার কেরিয়ার বারবার থেমে গেছে ইনজুরির কারণে। ইংল্যান্ডের হয়ে ১৬টি টি-টোয়েন্টি খেলে ১৪টি উইকেট নেওয়া মিলস আইপিএলে আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। বর্তমানে তিনি ‘The Hundred’ টুর্নামেন্টে সাউদার্ন ব্রেভ-এর হয়ে খেলছেন।
advertisement
মিলসের এই সিদ্ধান্ত ক্রীড়াবিদদের নিজেদের কাহিনি বলার নতুন পথ দেখাচ্ছে। প্রথাগত মিডিয়ার বাইরে গিয়ে ব্যক্তিগত প্ল্যাটফর্ম বেছে নেওয়ার এই পদক্ষেপ হয়তো ভবিষ্যতের অনেক অ্যাথলিটকে অনুপ্রাণিত করবে। তবে OnlyFans-এর মতো প্ল্যাটফর্মে শুধু ক্রিকেট নির্ভর কনটেন্ট ভক্তরা কতটা গ্রহণ করবেন, সেটাই এখন দেখার বিষয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 2:46 PM IST