এরপরই তড়িঘড়ি এলাকার সাধারণ মানুষ ছুটে এসে নিজেরাই জল দিয়ে নেভাতে নেভানোর চেষ্টা করেন ছড়িয়ে পড়া আগুন। খবর দেওয়া হয় দমকলে, দমকলের ছোট একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আসলেও সংকীর্ণ জায়গা হওয়ার কারণে গাড়ি ঢুকতে পারে না ভেতরে। এরপর বড় গাড়ি নিয়ে এসে পাইপ সেট করে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। যদিও প্রাথমিকভাবে এলাকাবাসীরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়।
advertisement
স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি বিদ্যুৎ ভট্টাচার্য জানান, যখনই তিনি খবর পান তখনই অগ্নি নির্বাপন দফতরে খবর দেওয়া হয়। কিন্তু একাধিক নম্বর থাকা সত্ত্বেও কোনও নম্বরে যোগাযোগ করা যায়নি অগ্নি নির্বাপন দফতরের সঙ্গে। এরপর শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকে বিষয়টি জানালে পৌরসভার চেয়ারম্যান সংশ্লিষ্ট দফতরে ফোন করে জানায় এবং পরবর্তীতে অগ্নি নির্বাপন আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে শট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে মনে করছে এলাকাবাসী। অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তবে বাড়িতে থাকা একমাত্র নাবালিকা মেয়ে লক্ষ্য করে প্রথম আগুন তারপরেই প্রতিবেশীদের ডাকে। তবে আগুন লাগার কারণ সে কিছু বলতে পারছে না তাদের মূল শোয়ার ঘরে প্রথম আগুন লক্ষ্য করে সে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এবং অগ্নিনির্বাপন দফতরের আধিকারিকরা।
Mainak Debnath





