ওড়িশা, বিহার, গুজরাত, হরিয়াণা...একাধিক রাজ‍্যে বাংলাদেশী সন্দেহে বিপাকে বাঙালিরা! সরাসরি জানান পুলিশকে, জেনে নিন নম্বর

Last Updated:

বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে এবার সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে।

ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে সরাসরি পুলিশকে জানান এই নম্বরে
ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে সরাসরি পুলিশকে জানান এই নম্বরে
কলকাতা: বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে এবার সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগের সহজ মাধ্যম তৈরী করতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর নিজেদের সামজিক মাধ্যমে পোস্ট করেছে রাজ্য পুলিশ। ভিন রাজ্যে কাজে গিয়ে সমস্যায় পড়লে ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের লোকজন সেই সমস্যার কথা কাকে জানাতে পারবেন এমন একটি নম্বর সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে রাজ্য পুলিশ। হেল্পলাইন নম্বরটি হল 9147727666। কীভাবে জানানো যাবে চটপট জেনে নিন।
এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। নিজের নাম ঠিকানা-সহ মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিলেই সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজ্য পুলিশ। রাজ্য পুুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নেটিজেনেরা। বিহার, গুজরাত, ওড়িশা, হরিয়াণা-সহ বেশ কিছু বিজেপ শাসিত রাজ্যের বাংলার শ্রমিকদের অপমান করা হচ্ছে, তাদের আটকে রাখা হচ্ছে। বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
এই দাবি তুলে জোরদার ইস্যু তৈরী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ১৬ জুলাই প্রতিবাদ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যােপাধ্যায়। আদি-নব্য বির্তক ধুলোতে মিশিয়ে সেদিন পথে নেমে দলনেত্রীর সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যােপাধ্যায়কেও।
advertisement
একাধিক রাজ্য থেকেই এন আর সি এর বিষয় উঠে আসছে। মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দিনাজপুর, নদীয়া এই সব জেলায় হরিয়ানা থেকে বাংলাদেশী সন্দেহে বেশ কয়েকজনের নাম এসেছে বলে সম্প্রতি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায়।
advertisement
নিউজ 18 বাংলায় ভিন রাজ্য থেকে মুখ খুলছেন একাধিক পরিযায়ী শ্রমিক। যারা বাংলা থেকে সেখানে কাজ করতে গিয়েছিল৷ ২৬ এর নির্বাচনের আগে বাংলা অস্মিতাকে ইস্যু করে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এই বাংলায় লক্ষ বিজেপির। ২১ জুলাইয়ের মঞ্চ রাজ্যের শাসক দল তৃনমূলের কংগ্রেসের দলনেত্রী তথা সুপ্রিমো মমতা বন্দ্যােপাধ্যায় ঘোষণা করেছিলেন বীরভূম থেকে চলতি মাসেই শুরু হবে বাংলা ভাষা আন্দোলন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ওড়িশা, বিহার, গুজরাত, হরিয়াণা...একাধিক রাজ‍্যে বাংলাদেশী সন্দেহে বিপাকে বাঙালিরা! সরাসরি জানান পুলিশকে, জেনে নিন নম্বর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement