ঠিক তখনই উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক স্কুলের দুই ছাত্রী এক চমকপ্রদ উদ্ভাবনের মাধ্যমে নজর কেড়েছে। বসিরহাটের হরি মোহন দালাল স্কুলের ওই দুই ছাত্রী তৈরি করেছে একটি অভিনব মডেল। যার নাম ‘কার্বন অবজারভার’। এই মডেলটি মূলত কলকারখানা থেকে নির্গত ধোঁয়ার মধ্যে থাকা ক্ষতিকর উপাদানগুলিকে ছেঁকে পরিবেশে বিশুদ্ধ বাতাস ছাড়তে সাহায্য করবে।
advertisement
আরও পড়ুন : বিরাট চ্যালেঞ্জের মুখে মুর্শিদাবাদের কাঁসা শিল্প, ছোট হচ্ছে বাজার! হাতে তৈরি নকশার ভরসা হাতেগোনা কয়েকজন
তাদের উদ্ভাবিত মডেলে চিমনি থেকে নির্গত ধোঁয়া একটি বিশেষ পাইপের মাধ্যমে ফিল্টারযুক্ত ঘরে প্রবেশ করে। সেখানে ধোঁয়ায় মিশে থাকা কার্বন ও অন্যান্য দূষিত উপাদান ফিল্টারে আটকে যায়, এবং তুলনামূলক বিশুদ্ধ বাতাস বাইরের পরিবেশে ছড়িয়ে পড়ে। ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ অনেকটা কমানো সম্ভব হবে, তেমনই ফিল্টারে জমা হওয়া কার্বন থেকে কালি, রং বা অন্যান্য শিল্পজাত উপাদান তৈরি করা যাবে বলে জানিয়েছে ওই দুই ছাত্রী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবেশবান্ধব এই সৃষ্টিকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ছড়িয়েছে। শিক্ষক-শিক্ষিকারাও ছাত্রীদের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের মতে, এমন উদ্ভাবনী চিন্তা ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে। এই উদ্যোগ কেবলমাত্র একটি মডেল নয়, এটি প্রমাণ করে, সচেতন তরুণ প্রজন্ম চাইলে প্রযুক্তির সাহায্যে প্রকৃতিকে বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।





