Kansa Brass : বিরাট চ্যালেঞ্জের মুখে মুর্শিদাবাদের কাঁসা শিল্প, ছোট হচ্ছে বাজার! হাতে তৈরি নকশার ভরসা হাতেগোনা কয়েকজন

Last Updated:

Kansa Brass : মুর্শিদাবাদ জেলার কাঁসা ও পিতল বিখ্যাত। কিন্তু আধুনিকতার দাপটে কাঁসা শিল্প আজ সঙ্কটের মুখে। ক্রমশ ছোট হয়ে আসছে গ্রামীণ কাঁসা শিল্পের বাজার।

+
হাতের

হাতের কাজের নকশা

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : মুর্শিদাবাদ জেলার কাঁসা ও পিতল বিখ্যাত। বহরমপুর শহরের খাগড়ার কাঁসা পিতলের নাম সকলেই জানেন। বর্তমানে মেশিন ব্যবহার করে তৈরি হয় নকশা। কিন্তু এখানে আজও হাতে করেই নকশা তৈরি করেন কিছুু শিল্পী। ঘড়া হোক বা হাঁড়ি, এমনকি থালা, নির্দিষ্ট কিছু নকশা তৈরি করেন কয়েকজন শিল্পী। তাঁরা বাঁচিয়ে রেখেছেন এই ঐতিহ্যকে। বিয়ের দানসামগ্রী, নবজাতকের অন্নপ্রাশন, এমনকী সাংসারিক কাজকর্ম থেকে পুজো-পার্বণে চাহিদার জোগান দিতে গিয়ে একসময় হিমসিম খেতেন কাঁসা-পিতলের কারিগররা।
বর্তমানে অতীতের ঐতিহ্য আর কৌলিন্য কোনওরকমে বজায় থাকলেও, নব্য আধুনিকতার ছোঁয়ায় কাঁসা-পিতল শিল্পের অস্তিত্বও চরম সঙ্কটের মুখে। বর্তমানে সময় বদলেছে। তার সঙ্গেই তাল মিলিয়ে বদলে গিয়েছে আধুনিকতার সংজ্ঞা। তাই কাঁসা-পিতলের বিকল্প হিসেবে জায়গা দখল করে নিয়েছে ফাইবার, স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়ম, কাঁচ, চিনেমাটি ও সিরামিকের তৈরি আধুনিক হাল ফ্যাশনের বাসনপত্র।
আরও পড়ুন : দিঘা ছেড়ে এবার পর্যটকরা ছুটবেন ফ্রেজারগঞ্জ! নতুন রাস্তা, মিউজিয়াম সহ একগুচ্ছ উপহার! চলছে বিরাট পরিকল্পনা
নব্য আধুনিকতার ধাক্কায় সঙ্কট নেমে এসেছে মুর্শিদাবাদ জেলার কাঁসা-পিতল শিল্পেও। যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা আজকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর বাকিরা অসুবিধা নিয়েও বংশানুক্রমিকভাবে এই শিল্পের সঙ্গে টিঁকে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে বর্তমানে চাহিদার অভাবে বিলুপ্তির মুখে  মুর্শিদাবাদের জগৎবিখ্যাত কাঁসা শিল্প। এক সময়ে জগৎজোড়া সুখ্যাতি থাকলেও, চাহিদা আর আধুনিক প্রযুক্তির অভাবে এখন ধুঁকছে মুর্শিদাবাদের বিখ্যাত কাঁসা শিল্প। জেলার বহু শিল্পী তাই কাজ হারিয়ে পেটের টানে বিকল্প পথ বেছে নিচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর হাতে গোনা কয়েক জন যারা এখনও বাপ-ঠাকুরদার আমলের এই ঐতিহ্যকে কোনওরকমে বাঁচিয়ে রেখেছেন, তাঁদের অবস্থাও ক্ষীয়মান। তারা কয়েকজন এখন হাতের কাজ করেই সংসার চালান। সরকারি কোনও রকম সাহায্য মিললে টিকে যেতে পারে প্রাচীন কালের এই ঐতিহ্যশালি নবাবী আমলের কাঁসা  শিল্প।’ মুর্শিদাবাদের কাশিমবাজার, বহরমপুর, লালবাগে এক সময় রমরমিয়ে ছিল প্রাচীন এই গ্রামীণ কাঁসা শিল্পের বাজার। যা আজ তা ক্রমশ ছোট হয়ে এসেছে। সামান্য কিছু এলাকাতেই এখন জীবিত জেলার এই প্রাচীন  কাঁসা শিল্প।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kansa Brass : বিরাট চ্যালেঞ্জের মুখে মুর্শিদাবাদের কাঁসা শিল্প, ছোট হচ্ছে বাজার! হাতে তৈরি নকশার ভরসা হাতেগোনা কয়েকজন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement