বীরভূমের লাভপুর থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর লাভপুরের বাসিন্দারা কলকাতা যাওয়ার এই সমস্যা তুলে ধরেছিলেন লাভপুরের বাসিন্দা অভিজিৎ সিনহার কাছে। অসুবিধা কাটাতে ২০ সেপ্টেম্বর ২০২১ , সোমবার বীরভূমের লাভপুর বাসস্ট্যান্ডে বিধায়ক অভিজিৎ সিনহার হাতে উদ্বোধন হল শীতাতপ নিয়ন্ত্রিত বাস। বাস উদ্বোধন করার আগে পুরোহিত দিয়ে ঘটে জল ভরে আয়োজন করা হয় পুজোর। পুজোর শেষ ওই জল বাসে ছিটিয়ে উদ্বোধন করা হয় বাসের।
advertisement
আরও পড়ুন : দৈত্যের মতো ঢেউ দিঘার সমুদ্রে, বৃষ্টিতে পোয়াবারো পর্যটকদের, দেখুন ছবিতে
উদ্বোধনের প্রথম দিনই কলকাতাগামী যাত্রীদের ভিড়ে ভর্তি লাভপুর-কলকাতা বাস । লাভপুরে এই বাস উদ্বোধনে খুশি লাভপুরের বাসিন্দারা। অন্যান্য যাত্রীদের সঙ্গে সেই দিন বিধায়ক অভিজিৎ সিনহা সেই বাসে করেই রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। অভিজিত বাবু জানিয়েছেন তাঁর বিধায়ক এলাকার বাসিন্দাদের সঙ্গে একই বাসে ভ্রমণ করতে পেরে তিনি খুশি।
আরও পড়ুন : বৃষ্টিতে নদী কামারহাটি! প্যান্ট গুটিয়ে 'জলপথে' বিধায়ক মদন মিত্র, যা বললেন 'দাদা'...
স্থানীয় এক ব্যবসায়ীর কথায়, ‘‘কলকাতা থেকে জিনিস আনতে খুব সুবিধা হল এই বাস উদ্বোধন হওয়ায়। পাশাপাশি লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর বাড়ি বা হাসুলী বাঁক দেখতে এ বার পর্যটকরাও আসতে পারবে। শুধুমাত্র এই পরিবহণ ব্যবস্থা উন্নত হলেই এলাকার ছবিটাই বদলে যাবে বলে মতামত স্থানীয়দের। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক অভিজিত সিনহাকে। লাভপুরের বাসিন্দা এক বাউল জানিয়েছেন, স্থানীয় বাউল সম্প্রদায়ের শিল্পীরা এ বার এই বাসে চেপেই কলকাতা যাবেন বিভিন্ন অনুষ্ঠানে ৷