Digha Weather update| দৈত্যের মতো ঢেউ দিঘার সমুদ্রে, বৃষ্টিতে পোয়াবারো পর্যটকদের, দেখুন ছবিতে

Last Updated:
Digha Weather update| গত কয়েকদিনের মতো আজও দফায় দফায় বৃষ্টির সঙ্গে উত্তাল হচ্ছে সমুদ্র।
1/7
দিঘায় আজও জলোচ্ছাস৷ উত্তাল সমুদ্র! গত কয়েকদিনের মতো আজও দফায় দফায় বৃষ্টির সঙ্গে উত্তাল হচ্ছে সমুদ্র।
দিঘায় আজও জলোচ্ছাস৷ উত্তাল সমুদ্র! গত কয়েকদিনের মতো আজও দফায় দফায় বৃষ্টির সঙ্গে উত্তাল হচ্ছে সমুদ্র।
advertisement
2/7
জলোচ্ছাসের ফলে কয়েক ফুট উঁচু ঢেউ উপচে পড়ছে গার্ডওয়ালের ওপর থেকে।  দেখে দিঘায় হাজির পর্যটকরা বেজায় খুশি!
জলোচ্ছাসের ফলে কয়েক ফুট উঁচু ঢেউ উপচে পড়ছে গার্ডওয়ালের ওপর থেকে। দেখে দিঘায় হাজির পর্যটকরা বেজায় খুশি!
advertisement
3/7
 ফিরছে ইয়াসের স্মৃতি। ইয়াসের সময়েই এভাবে জল উঠে এসেছিল রাস্তায়। বহু মানুষকে ঘর ছাড়তেও হয়েছিল। এবার অবশ্য সমুদ্রে তেমন কোনও বিপদের পূর্বাভাস নেই। নেই মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতাও।
ফিরছে ইয়াসের স্মৃতি। ইয়াসের সময়েই এভাবে জল উঠে এসেছিল রাস্তায়। বহু মানুষকে ঘর ছাড়তেও হয়েছিল। এবার অবশ্য সমুদ্রে তেমন কোনও বিপদের পূর্বাভাস নেই। নেই মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতাও।
advertisement
4/7
 অন্য দিকে কলকাতায় তুমুল বৃষ্টি চলেছে গত চব্বিশ ঘণ্টায়। গতকাল রাত দশটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ (মিলিমিটারে)-মানিকতলা ৩৯ ,বীরপাড়া ৪০,বেলগাছিয়া ৪৮, ধাপা ৪৬,তপসিয়া ৫৪,উল্টোডাঙ্গা ৪৫,পামার বাজার ৪৮ ,ঠনঠনিয়া ৪৩ , বালিগঞ্জ ৪৩।
অন্য দিকে কলকাতায় তুমুল বৃষ্টি চলেছে গত চব্বিশ ঘণ্টায়। গতকাল রাত দশটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ (মিলিমিটারে)-মানিকতলা ৩৯ ,বীরপাড়া ৪০,বেলগাছিয়া ৪৮, ধাপা ৪৬,তপসিয়া ৫৪,উল্টোডাঙ্গা ৪৫,পামার বাজার ৪৮ ,ঠনঠনিয়া ৪৩ , বালিগঞ্জ ৪৩।
advertisement
5/7
এছাড়া  মোমিনপুর ৫৭,চেতলা ৩৭,যোধপুর পার্ক ৩৬,কালীঘাট ৪৭,গড়িয়া ৪৭,তারাতলা ৪৫, পাতিপুকুর ৪১,  জিনজিরা বাজার ৪১, বেহালা ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এছাড়া মোমিনপুর ৫৭,চেতলা ৩৭,যোধপুর পার্ক ৩৬,কালীঘাট ৪৭,গড়িয়া ৪৭,তারাতলা ৪৫, পাতিপুকুর ৪১, জিনজিরা বাজার ৪১, বেহালা ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
advertisement
6/7
কলকাতা কর্পোরেশনের বহু এলাকায় জল জমে রয়েছে। গড়িয়ার নয়াবাদে বাসিন্দাদের দুর্ভোগ চরমে। চারিদিকে জল থৈ থৈ অথচ ঘরের কাজের জন্য জলের সংকট।
কলকাতা কর্পোরেশনের বহু এলাকায় জল জমে রয়েছে। গড়িয়ার নয়াবাদে বাসিন্দাদের দুর্ভোগ চরমে। চারিদিকে জল থৈ থৈ অথচ ঘরের কাজের জন্য জলের সংকট।
advertisement
7/7
ভিআইপি রোডের হলদিরামের প্রচুর পরিমাণে জল জমার কারণে যাত্রীদের ভোগান্তি রাস্তা পারাপার হতে রিক্সা ভাড়া নেয়া হচ্ছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
ভিআইপি রোডের হলদিরামের প্রচুর পরিমাণে জল জমার কারণে যাত্রীদের ভোগান্তি রাস্তা পারাপার হতে রিক্সা ভাড়া নেয়া হচ্ছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
advertisement
advertisement
advertisement