TRENDING:

এবার পুজোয় ট্রেন্ডিং কোরিয়ান কাগজের মালা! বাংলার শিল্পীদের কাজ যাচ্ছে ভিনরাজ্যেও

Last Updated:

Durga Puja 2025: রাতদিন জেগে এই বিশেষ মালা তৈরির কাজ চলছে পূর্ব বর্ধমানের কালনার বারুইপাড়ায়। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের রুজি-রুটি। বিশেষ করে মহিলারাই এখন এই কাজে বেশি যুক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের কালনা শহরে এখন পুজোর আগে আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, কোরিয়ান কাগজ দিয়ে তৈরি হচ্ছে মালা! দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই একেবারে পরিবেশবান্ধব। শিল্পীদের ব্যস্ততাও একেবারে তুঙ্গে। শুনতে অবাক লাগলেও সত্যি, এবার আর প্লাস্টিক নয়, পরিবেশবান্ধব কাগজ, পাট, ভেলভেট দিয়েই তৈরি হচ্ছে রঙিন রঙিন মালা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই একের পর এক উৎসব। সামনে বিশ্বকর্মা পুজো। তারপর দুর্গা, কালি, কার্তিক-সহ একের পর এক বড় বড় পুজো।
advertisement

তাই এখন রাতদিন জেগে মালা তৈরির কাজ চলছে পূর্ব বর্ধমানের কালনার বারুইপাড়ায়। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের রুজি-রুটি। বিশেষ করে মহিলারাই এখন এই কাজে বেশি যুক্ত। ঘরে বসেই হাতে তৈরি হচ্ছে অসাধারণ সব মালা ও চাঁদমালা।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় এবার মায়াপুরের ছোঁয়া! জঙ্গলমহলে গড়ে উঠছে বিশাল ইসকন মন্দির, দেখতে যাবেন নাকি

advertisement

মহিলা শিল্পী মামনি পাল বলেন, ‘বিয়ের পর থেকেই এই কাজ করছি, আমাদেরও এখান থেকে উপার্জন হয়। এখন সব থেকে নতুন তৈরি করছি কোরিয়ান কাগজের মালা। যে যেরকম বলবে আমরা সেরকম মালা তৈরি করে দিতে পারব’।

প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে আবারও ফিরে আসছে পুরনো দিনের ঐতিহ্য। কোরিয়ান কাগজ, ভেলভেট কাগজ, আট পেপার, কিরণপাত, ক্রিস্টাল, চুমকি-সহ নানা পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করে তৈরি হচ্ছে চমকপ্রদ মালা। পিচবোর্ডের উপর প্রিন্টেড চাঁদমালারও এখন প্রচুর চাহিদা। কালনার পাল পরিবারের এই ঐতিহ্যবাহী কারখানায় এখন তৈরি হচ্ছে নানা ধরনের মালা। কোরিয়ান কাগজের ঝলমলে মালা, লাল ভেলভেট কাগজের মালা, যেগুলো কালিপুজোয় বাজার মাতাবে বলেই আশা শিল্পীদের। শুধু বাংলার বাজারেই নয়, এই মালাগুলো পৌঁছে যাচ্ছে ভিনরাজ্যেও।

advertisement

আরও পড়ুনঃ মা দুর্গার বিদেশ যাত্রা! প্লেনে চড়ে বাংলার বিশেষ ধাঁচের প্রতিমা পাড়ি দিচ্ছে ইউরোপ! কত খরচ পড়ছে জানেন?

মালা প্রস্তুতকারক সুব্রত পাল বলেন, ‘এই কোরিয়ান কাগজের মালা বাজারে এখন নতুন। আমরা কাগজের মালা বলেই বিক্রি করছি’।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

কলকাতা, বর্ধমান, নদীয়া, রানাঘাট সব জায়গার বাজারেই এখন এই পরিবেশবান্ধব মালার চাহিদা বাড়ছে। পুরনো ঐতিহ্যকে নতুন রূপে ফিরিয়ে এনে কালনার এই শিল্পীরা দেখিয়ে দিচ্ছেন শিল্পের মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা সম্ভব, তেমনই তৈরি করা যায় কর্মসংস্থানের নতুন পথ। একদিকে পরিবেশ সচেতনতার বার্তা, অন্যদিকে ঐতিহ্যের আবেগ আর শিল্পের সৌন্দর্য। এই তিন মিলিয়ে কালনার কোরিয়ান কাগজের মালা এখন সত্যিই ভাইরাল!

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার পুজোয় ট্রেন্ডিং কোরিয়ান কাগজের মালা! বাংলার শিল্পীদের কাজ যাচ্ছে ভিনরাজ্যেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল