Durga Puja 2025: পুরুলিয়ায় এবার মায়াপুরের ছোঁয়া! জঙ্গলমহলে গড়ে উঠছে বিশাল ইসকন মন্দির, দেখতে যাবেন নাকি

Last Updated:

Durga Puja 2025: আদ্রার কমলাস্থান সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের অভিনব থিম 'মায়াপুরের ইসকন মন্দির'। বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। সেই অনুযায়ী, মণ্ডপের জাঁকজমক, প্রতিমার সৌন্দর্য, আলোকসজ্জা এবং আয়োজনেও থাকছে রাজকীয় ছোঁয়া। 

+
মায়াপুরের

মায়াপুরের ইসকন মন্দিরের ধাঁচে মণ্ডপ তৈরি হচ্ছে আদ্রার কমলাস্থান সার্বজনীন দুর্গাপুজোয়

আদ্রা, পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রেল শহর আদ্রায় বিগ বাজেটের দুর্গাপুজো গুলোর মধ্যে অন্যতম হল আদ্রার কমলাস্থান সার্বজনীন দুর্গাপুজো। প্রতিবছর এই পুজো নানান চমকপ্রদ থিম ও সৃজনশীল মণ্ডপ নির্মাণের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে থাকে। এবারও তার ব্যতিক্রমী নয়। এবারে তাঁদের পুজো পদার্পণ করল গৌরবময় ৪৫ বছরে। এই বিশেষ বছরে কমলাস্থান পুজো কমিটি বেছে নিয়েছে এক অভিনব থিম ‘মায়াপুরের ইসকন মন্দির’।
শ্রীকৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত এই থিমে তৈরি হচ্ছে এক বিশাল শৈল্পিক মণ্ডপ। যা দর্শনার্থীদের নিয়ে যাবে মায়াপুরের পবিত্র পরিবেশে। মণ্ডপের কাঠামো, অলঙ্কার ও আলোকসজ্জায় থাকছে ইসকন স্থাপত্যের নিখুঁত প্রতিফলন।
আরও পড়ুনঃ মা দুর্গার বিদেশ যাত্রা! প্লেনে চড়ে বাংলার বিশেষ ধাঁচের প্রতিমা পাড়ি দিচ্ছে ইউরোপ! কত খরচ পড়ছে জানেন?
এবারের পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। সেই অনুযায়ী, মণ্ডপের জাঁকজমক, প্রতিমার সৌন্দর্য, আলোকসজ্জা এবং আয়োজনেও থাকছে রাজকীয় ছোঁয়া। মণ্ডপ নির্মাণে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, দর্শনার্থীদের মনে আধ্যাত্মিক অনুভব জাগানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। থার্মোকল-সহ বিভিন্ন শিল্পীদের হাতে তৈরি একাধিক কারুকার্যে ইসকন মন্দিরের সাজে সেজে উঠছে কমলাস্থান সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপ।
advertisement
advertisement
মায়াপুরের ইসকন মন্দিরের ধাঁচে মণ্ডপ তৈরি হচ্ছে আদ্রার কমলাস্থান সার্বজনীন দুর্গাপুজোয়
মায়াপুরের ইসকন মন্দিরের ধাঁচে মণ্ডপ
আরও পড়ুনঃ  বাংলার বুকে ইন্দোনেশিয়ার বৌদ্ধ মন্দির! ভারত-বাংলাদেশ সীমান্তের ঢিল ছোড়া দূরত্বে তৈরি হচ্ছে ৯০ ফুটের মণ্ডপ, এক্কেবারে মিস করবেন না
পুজো কমিটির সভাপতি বাবু চ্যাটার্জী বলেন, ‘প্রতি বছর আমরা পুরুলিয়া জেলার মানুষদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম নয়। এবার মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি থিমে দর্শনার্থীরা এক অনন্য অভিজ্ঞতা লাভ করবে বলে আমরা আশা রাখি’।বর্তমানে পুজোর প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্তের দর্শনার্থীদের আগমনের জন্য আদ্রা শহরে ইতিমধ্যেই উৎসবের আমেজ বইতে শুরু করেছে। ৪৫ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক জীবন্ত সংস্কৃতি। যেখানে এবার ভক্তি মিশে যাবে ভাবনায়, আর ভাবনা রূপ পাবে শিল্পে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পুরুলিয়ায় এবার মায়াপুরের ছোঁয়া! জঙ্গলমহলে গড়ে উঠছে বিশাল ইসকন মন্দির, দেখতে যাবেন নাকি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement