এদিনের কর্মশালায় হাতেকলমে শারদীয়া দুর্গাপূজার বিল্ববৃক্ষে বোধন, নবপত্রিকা নির্মাণ, প্রাণ প্রতিষ্ঠা, ন্যাসাদি কর্ম থেকে শুরু করে হোম ও সামগ্রিক মহাপূজার বিধি-বিধান প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন প্রজন্মের পুরোহিতদের হাতেকলমে পুজোর নিয়মকানুন শেখানো হয়। জানা যাচ্ছে, নতুন প্রজন্মের প্রায় শতাধিক পুরোহিত এই কর্মশালায় অংশ নিয়েছিলেন।
আরও পড়ুনঃ ছাত্রীদের চিকিৎসা পরিষেবা, ফ্রি-তে ওষুধ! সাংসদ অভিষেকের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে সেবাশ্রয় ক্যাম্প
advertisement
এদিন পুরুলিয়া শহরের একটি ধর্মশালায় এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। রঘুনাথপুর বৈদিক সংস্কৃতি কেন্দ্রের পণ্ডিতেরা এই আয়োজন করেন। কলকাতা থেকে আগত কয়েকজন বিশিষ্ট পণ্ডিতও এই কর্মশালায় অংশ নেন। নতুন পুরোহিতেরা জানান, এই ধরণের কর্মশালার অনেকখানি প্রয়োজন রয়েছে।
দুর্গাপুজো শুরু হতে এক সপ্তাহেরও কম সময় বাকি। আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। মায়ের আগমনের অপেক্ষায় দিন গুনছেন বহু মানুষ। এই আবহে পুরুলিয়া শহরে পুরোহিতদের নিয়ে বিশেষ কর্মশালা আয়োজিত হল। এই ধরণের কর্মশালার অনেকখানি প্রয়োজন আছে বলে জানিয়েছেন নতুন পুরোহিতেরা।