ছাত্রীদের চিকিৎসা পরিষেবা, ফ্রি-তে ওষুধ! সাংসদ অভিষেকের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে সেবাশ্রয় ক্যাম্প

Last Updated:

Sebaashray Camp: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে সেবাশ্রয় ক্যাম্প অনুষ্ঠিত হল। এদিন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের জন্য চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়

সেবাশ্রয় ক্যাম্প
সেবাশ্রয় ক্যাম্প
ডায়মন্ড হারবার, আনিশ উদ্দিন মোল্লাঃ ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে একাধিক জনকল্যাণমূলক কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এমনই একটি উদ্যোগ হল সেবাশ্রয় ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে ইতিমধ্যেই অগুনতি মানুষ উপকৃত হয়েছেন। এবার সাংসদ অভিষেকের উদ্যোগে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে সেবাশ্রয় ক্যাম্প আয়োজিত হল।
এদিন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে সেবাশ্রয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, মহিলা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদের ব্যবস্থাপনায় শুক্রবার এই ক্যাম্পের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ মুরগি খামারের বিকট গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী! প্রতিবাদে পথ অবরোধ বিজেপির, পাল্টা সরব তৃণমূল
সেবাশ্রয় ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। মহিলা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রীদের পড়াশোনার জন্য এখানে আসতে হয়। তাঁদের সুবিধার্থে ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সেবাশ্রয় ক্যাম্প আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ডায়মন্ড হারবারের উন্নয়নে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমেও বহু মানুষ উপকৃত হয়েছেন। আজ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল এই ক্যাম্প। এদিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীদের চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাত্রীদের চিকিৎসা পরিষেবা, ফ্রি-তে ওষুধ! সাংসদ অভিষেকের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে সেবাশ্রয় ক্যাম্প
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement