সূত্রের খবর, একটি ইঞ্জিন ভ্যান করে ওড়িশা সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি এগরায় আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে এগরা থানার পুলিশ। উদ্ধার করা হয় আনুমানিক সাত লক্ষ টাকার প্রায় পাঁচ কুইন্টাল শব্দবাজি। সেই সঙ্গে ইঞ্জিন ভ্যানটিও আটক করে পুলিশ। এই ঘটনায় দুই বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন মুক্তেশ্বর পাত্র (৪৮) ও তপন খাটুয়া (৪১)। দু’জনেই পূর্ব মেদিনীপুর জেলার এগরার উত্তর তাজপুর এলাকার বাসিন্দা বলে খবর।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপাবলি-কালীপুজো ও ছটপুজোর আগে এই সমস্ত শব্দবাজির চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে বেআইনি বাজির ব্যবসা করে মোটা অঙ্কের লাভের আশায় ছিলেন অভিযুক্তেরা। ওড়িশা থেকে বিপুল শব্দবাজি নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রির পরিকল্পনা করেছিলেন তাঁরা। তবে গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয় এগরা থানার পুলিশ।
এগরা থানার আইসি জানান, “দীপাবলির আগে লাগাতার এই অভিযান চলবে। বেআইনি বাজি কারবারের বিরুদ্ধে পুলিশ আরও কড়া পদক্ষেপ নেবে।” অভিযুক্ত দুই বাজি ব্যবসায়ীকে বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের এই সফল অভিযানের পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। প্রশাসনের কড়া নজরদারিতে উৎসবের সময় যাতে কোনও দুর্ঘটনা বা শব্দদূষণ না ঘটে, সেই আশাই এখন সকলের। দীপাবলিতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা করছেন এগরাবাসী।