এছাড়া ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অন্য স্টেট থেকে কেউ এলে তাকে আমরা গেস্ট হিসেবে ট্রিট করি। কিন্তু আজ আগরতলা এয়ারপোর্ট থেকে বের হতে পারেনি গাড়ি। পুলিশি বাধার সম্মুখীন হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল’।
advertisement
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চে। বুধবার বিকেলে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার পান্ডে, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক-সহ আরও অনেকে।
এদিন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মন্তব্য করতে গিয়ে তৃণমূলের উন্নয়নের ঝাঁপি খোলেন সাংসদ শর্মিলা। সাংসদের মন্তব্য, সিপিএম আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে। সেই জায়গা থেকে এখন উন্নয়নের বিষয়টি মানুষের কাছে পৌঁছেছে। রাস্তাঘাট থেকে শুরু করে জঙ্গলে আর আগের মতো কষ্ট নেই। মানুষ না খেয়ে থাকে না। দুয়ারে রেশন, আইসিডিএস সব পাচ্ছে। ছাব্বিসের বিধানসভা ভোটে কোন সমস্যা হবে হবে না বলে মন্তব্য তার।