ভরসন্ধ্যায় বাড়িতে অতর্কিতে অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে পাশের স্কুলও, চোখের সামনে ভস্মীভূত...! ভয়ানক দৃশ্য গাইঘাটায়

Last Updated:

Thakurnagar House Fire: ঠাকুরনগর রেল কলোনিতে বিধ্বংসী আগুন। পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ও আইসিডিএস স্কুল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি। ইলেকট্রিক তারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অনুমান দমকলের।

আগুনে ভস্মীভূত বাড়ি
আগুনে ভস্মীভূত বাড়ি
গাইঘাটা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর রেল কলোনিতে বিধ্বংসী আগুন। পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ও আইসিডিএস স্কুল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় এলাকার বাসিন্দা সুমন বালার বাড়িতে কেউ ছিল না। হঠাৎ স্থানীয়রা তার ঘর থেকে আগুন বের হতে দেখেন। তড়িঘড়ি ছুটে আসেন সকলে। আগুন নেভানোর চেষ্টা করেন তারা। যদিও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আগুন ধরে যায় পাশের আইসিডিএস স্কুলে। খবর দেওয়া হয় দমকলে।
advertisement
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী বদলা নয় বদল শিখিয়েছেন’! ত্রিপুরায় পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় বিজেপির একহাত নিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী
খবর পেয়ে গোবরডাঙ্গা ফায়ার বিগ্রেড থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছনোর রাস্তা সরু হওয়ায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারেনি। বাধ্য হয়ে ইঞ্জিন ফেলে রেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাড়ির মটর ও বালতি নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীরা। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে খাক হয়ে গিয়েছে ওই বাড়ি এবং আইসিডিএস স্কুল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও একটি বাড়ি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিদ্যুৎ দফতরের গা ফিলতিতেই বিদ্যুৎকর্মীর অকাল মৃত্যু! দফতর ঘেরাও করে গ্রামবাসী যা করলেন…! শোরগোল
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক তারে শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ও মতুয়া মাতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর-সহ স্থানীয় জন প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্থদের সহায্যের আশ্বাস দিয়েছেন সোমা ঠাকুর ও ইলা বাগচি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভরসন্ধ্যায় বাড়িতে অতর্কিতে অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে পাশের স্কুলও, চোখের সামনে ভস্মীভূত...! ভয়ানক দৃশ্য গাইঘাটায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement