TRENDING:

Agriculture News: নাড়া পুড়িয়ে হিতে বিপরীত করছেন চাষিরা! নিজেরাই ডেকে আনছেন নিজেদের সর্বনাশ, সবটা বুঝিয়ে বললেন বিশেষজ্ঞ

Last Updated:

Agriculture News: বাংলার একের পর এক ব্লকে নাড়া পোড়ানোর ট্রেন্ড বাড়ছে। বারংবার সংবাদমাধ্যম, প্রশাসন, কৃষি বিভাগের তরফ থেকে সচেতনতামূলক আয়োজন করা হলেও পরোয়া করছেন না অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ এ যেন এক নতুন ট্রেন্ড! আগের মতো কেউ আর হাতে ধান কাটেন না, খড়ও নিয়ে যেতে হয় না বাড়িতে। স্বাভাবিকভাবে নিজের জমিতে পড়ে থাকা খড়ে আগুন লাগিয়ে দেন বহু মানুষ। আজ থেকে এক দশক পিছনে গেলেই দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যে নাড়া পোড়ানোর বেশ চল ছিল। কড়া পদক্ষেপও নিয়েছে প্রশাসন। বেশ কয়েক বছর ধরে পাঞ্জাব, হরিয়ানার সেই ট্রেন্ড ধরে রাখছে বাংলা। ফসল উঠলেই খড়গুলিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।
advertisement

বিজ্ঞানসম্মত নানা কারণ অবহেলা করেই কৃষকদের এই অসচেতনতার ছবির সামনে এসেছে। শুধু পরিবেশ দূষণ হচ্ছে তা নয়, খেসারত দিতে হচ্ছে অন্যান্য চাষিদেরও। সম্প্রতি একাধিক জায়গা থেকে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। কখনও দাঁতন, কখনও নারায়ণগড়, কখনও আবার চন্দ্রকোনা বা দাসপুর এলাকায় নাড়া পোড়ানোকে ঘিরে বেশ কয়েক বিঘা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এমন ঘটনা সৃষ্টি করছেন কতিপয় চাষিরা। তাতেই পুড়ে ছাই হচ্ছে সোনালী ফসল। উর্বরতা হারাচ্ছে চাষের জমি। তাতেও যেন থোড়াই কেয়ার!

advertisement

আরও পড়ুনঃ আলু বসানোর মরশুমে নতুন চিন্তা! বাঁকুড়া থেকে ঘরে ফিরছে দলমার হাতির দল, ক্ষয়ক্ষতির আশঙ্কায় কাঁটা বিস্তীর্ণ এলাকার মানুষ

সম্প্রতি পিংলায় নাড়াতে লাগানো আগুন থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনুমান করা হয়, বেশ কয়েকশো বিঘা জমিতে আগুন ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, মাঠে শুকোতে দেওয়া ধানও নাড়ার আগুনে ভস্মীভূত হয়ে যায়।

advertisement

View More

পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার দুজিপুর এলাকায় এক কৃষকের নাড়া পোড়ানোর কারণে অনিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে কয়েক বিঘা ফসল ভস্মীভূত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু ধান পুড়েছে তা নয়, সেই সঙ্গে আরও একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ অন্যান্য কৃষকদের। তবে পরিবেশপ্রেমীরা জানাচ্ছেন, নাড়া পোড়ানোর কারণে উর্বরতা হারাচ্ছে ধান চাষের জমি, ক্ষতি হচ্ছে অন্যান্য কৃষকদের, দূষিত হচ্ছে বাতাস।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নাড়া পুড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন চাষিরা! সবটা বুঝিয়ে বললেন বিশেষজ্ঞ
আরও দেখুন

রাজ্যের একের পর এক ব্লকে নাড়া পোড়ানো ট্রেন্ড বাড়ছে। বারংবার সংবাদমাধ্যম, প্রশাসন, কৃষি বিভাগের তরফ থেকে সচেতনতামূলক আয়োজন করা হলেও পরোয়া করছেন না বেশ কয়েকজন কৃষক। তার খেসারত গুনতে হচ্ছে অন্যদের। বিধ্বংসী এই ট্রেন্ডের শেষ কোথায়, তা জানে না কেউই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: নাড়া পুড়িয়ে হিতে বিপরীত করছেন চাষিরা! নিজেরাই ডেকে আনছেন নিজেদের সর্বনাশ, সবটা বুঝিয়ে বললেন বিশেষজ্ঞ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল