যদিও এদিন গণনা শুরু হওয়ার আগেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, ''আমার আশঙ্কা রয়েছে। তৃণমূল এমনই একটি দল, যারা সন্ত্রাস, হিংসা, চুরি সবই করতে পারে। তাঁরা কিছু ছাপ্পা ভোট দিয়েছে, আর কিছু করতে পারেনি। এখন কাউন্টিংয়ের সময় যদি কিছু করে। নির্দল প্রার্থীদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আপাতত সব ঠিক আছে।''
advertisement
আরও পড়ুন: শীর্ষে বাবুল, বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, চতুর্থ হওয়ার আশঙ্কায় বিজেপি!
অগ্নিমিত্রার সংযোজন, ''তৃণমূল যেখানে, সেখানেই সন্ত্রাস হবে। আমাদের সকলকে হ্যারাস করছে। আমাকে যাওয়ার সময় বলে গেল, 'দিদি কেমন আছেন, খেলা হবে!' সংবাদমাধ্যমকে বলব, নৈতিক খবর তুলে ধরবেন। জয়ের বিষয়ে আমি ২০০ শতাংশ আশাবাদী।
আরও পড়ুন: বাংলায় শিল্প সম্ভব? ৩৫৬ ধারা দাবি কতটা বাস্তবোচিত? News 18-এ সপাট জবাব দিলীপের ঘোষের
এদিকে, বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। উপনির্বাচন হওয়ায় ভোট অনেক কম পড়েছে এবার। কিন্তু প্রথম রাউন্ড থেকেই এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে চতুর্থ রাউন্ডের শেষে ৬২৯৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী৷