চলতি বছর বর্ষায় বৃষ্টির পরিমাণ রেকর্ড ভেঙে দিয়েছে। এমনিতেই পানিহাটির বেশ কিছু এলাকা বর্ষায় জলমগ্ন হয়। এবার অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। পানিহাটি পুরএলাকার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি থেমে গেলেও জল জমে আছে। ওই জল বার করার জন্য পাম্প চালানো হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। এদিকে ওই জল ঠেলে প্রতিদিন যাতায়াত করতে হওয়ায় মানুষের ক্ষোভ বাড়ছে। সেই সঙ্গে অসুখ-বিসুখের আশঙ্কায় ভুগছেন সকলে।
advertisement
আরও পড়ুন: সাত সকালে ভরা বাজারের মধ্যে ATM লুঠ! গণধোলাই খেয়ে হাসপাতালের বিছানায় ৩ দুষ্কৃতি
এই ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা চক্রবর্তীর কোনরকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওয়ার্ডবাসীর। একবারের জন্যও জলমগ্ন এলাকায় মানুষের দুর্দশার খবর নিতে তিনি আসেননি বলে দাবি। এই নিয়েই ক্ষুব্ধ বাসিন্দাদের পক্ষ থেকে কাউন্সিলরকে ফোন করে এলাকায় কেন আসেনি জানতে চাওয়া হয়। এদিকে প্রশ্ন করতেই মেজাজ হারিয়ে উল্টে বাসিন্দাদের শাসানি দেওয়ার অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে।
আরও পড়ুন: টানা একমাসের বন্যায় নিঃস্ব ঘাটাল, শেষ সঞ্চয়
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। উত্তেজনা ছড়ায় এলাকায়। তাঁরা পাল্টা কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন পানিহাটি পুরসভার উপ-পুরপ্রধান সুভাষ চক্রবর্তী। কিন্তু গোটা ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ, সেই অর্পিতা চক্রবর্তী কোনও মন্তব্য করতে চাননি। এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চলতি বছর বেশি বৃষ্টিপাতের কারণে জল জমেছে সেটা না হয় মানা গেল। কিন্তু এর আগের চার বছর ধরে কাউন্সিলার কী করছিলেন সেই প্রশ্ন তোলেন তাঁরা।