কয়েকদিনের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ঘাটালের শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার এক, দুই, তিন, ছয়, নয়, দশ, নম্বর ওয়ার্ডে ঢুকছে বন্যার জল। জল পেরিয়ে চলছে যাতায়াত। স্থানীয় মানুষজন সূত্রে খবর, এই নিয়ে চলতি মরশুমে আটবারে পড়ল ঘাটালের বন্যার সংখ্যা। সমস্যায় ঘাটালের বানভাসি এলাকার মানুষজন।
advertisement
পুজোর কয়েকমাস আগে পর্যন্ত জল জমে ছিল বেশ কিছু এলাকায়। পুজো নির্বিঘ্নে কাটতেই ফের জলযন্ত্রণাও ফিরে এল। লাগাতার বৃষ্টি তো আছেই তার উপর আবার ডিভিসির জলে ডুবে গেল ঘাটালের পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড। হু হু করে জল ঢুকতে শুরু করছে।
ফুঁসছে নদী। বৃষ্টি হলে আরও পরিস্থিতি খারাপের দিকে যাবে। চাষিদের মাথায় হাতে। এবছর একেবারে মাঠে মারা যাচ্ছে ফসল। বারবার খরচ করে চাষ করে মাঠেই নষ্ট হচ্ছে ফসল। ঋণগ্রস্ত হয়ে পড়ছেন চাষিরা। কী হবে তাদের ভবিষ্যৎ। থমকে গিয়েছে ঘাটালের জনজীবন। জল পেরিয়ে এমন ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে মুখ ফিরিয়ে কাজকর্ম বন্ধ রাখছেন অনেকেই। এভাবে চরম ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে ঘাটালবাসীকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো হচ্ছে। এভাবে আর কতদিন জলযন্ত্রণার মুখে পড়ে থাকবেন তারা। একটু বৃষ্টি হলেই পরিস্থিতি খারাপের দিকে যায়। এবার আবার নিম্নচাপের ফলে একটানা বৃষ্টি চলছে। ফলে নদীর জলস্তর আরও বাড়ার সম্ভবণা করছে ঘাটালবাসী। ফের নতুন করে এলাকা প্লাবিত হওয়ায় তারা আতঙ্কিত।