TRENDING:

রাজ্যজুড়ে ট্যারেন্টুলার আতঙ্ক! এবার 'ভিকটিম' পূর্ব মেদিনীপুর

Last Updated:

রাজ্যজুড়ে ট্যারেন্টুলার আতঙ্ক! এবারের 'ভিকটিম' পূর্ব মেদিনীপুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর: এগরার পটাশপুর থানা এলাকার পরশুরাম পুরের বাসিন্দা কানাইলাল পাত্রের বাড়িতে দেখা মিলল বিরল প্রজাতির এক মাকড়সার। বাড়ীর ধানের গোলায় কাজ করতে গিয়ে মাকড়সাটি দেখতে পান গৃহকর্তী কল্পনা পাত্র ।
advertisement

মাকড়সাটিকে ধরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা ট্যারেন্টুলা বলে চিহ্নিত করেন। আজ সকালে মাকড়সাটিকে উদ্ধার করে বণদফতরের কর্মীরা। তারাও মাকড়সাটিকে অত্যন্ত বিষাক্ত প্রজাতির ট্যারেন্টুলা বলে মনে করছেন।  এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারণ গত কয়েকদিন আগেই রেলে বিষাক্ত মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছে ওই এলাকারই এক ব্যাক্তির।

ক্রমে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ছে ট্যারেন্টুলার আতঙ্ক! কয়েকদিন আগেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরের ডেবরার রঘুনাথপুর ও কামারশালে দেখা মেলে ট্যারেন্টুলার! এখানেই শেষ নয়! কলকাতাতেও হানা দিয়েছে ট্যারেন্টুলা! বোড়ালে ট্যারান্টুলার কামড়ে অসুস্থ ১ মহিলা। নাম পুতুল পৈলান। তিনি নার্সিংহোমে ভর্তি । বাড়িতে পুজো করার সময় মাকড়সা কামড়ায় বলে দাবি মহিলার। পুজোর ফুলে থাকা মাকড়সার কামড়ে হাত অবশ হয়ে যায় মহিলার । মাকড়সাটি মেরে চিকিৎসকের কাছে আনা হলে, সেটিকে ট্যারান্টুলা বলেই চিহ্নিত করেছেন চিকিৎসক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

আরও পড়ুন-হুগলির ধনেখালিতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতার মৃত্যু

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্যজুড়ে ট্যারেন্টুলার আতঙ্ক! এবার 'ভিকটিম' পূর্ব মেদিনীপুর