হুগলির ধনেখালিতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতার মৃত্যু
Last Updated:
বুধবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ধনিয়াখালি থানার গোপিনাথপুর (২) পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ৷ আক্রান্ত নেতাকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
#ধনেখালি: বুধবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ধনেখালি থানার গোপীনাথপুর (২) পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ৷ আক্রান্ত নেতাকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বর্তমান পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় বেরার আজ সকাল ৬টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ।
স্থানীয় সূত্রে খবর নতুন পঞ্চায়েত বোড গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্য়ে কোন্দল এর জেরেই হামলায় মৃত্যু হয়েছে প্রাক্তন উপপ্রধান মৃত্যুঞ্জয় বেরার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ৷
advertisement
advertisement
উত্তেজিত জনতা কুমরুল মোড়ে তিনটি দোকান ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। গোপীনগর মোড়সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় অবরোধ চলছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করেছে পুলিশ ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পুলিশ ৷
Location :
First Published :
May 25, 2018 2:37 PM IST