TRENDING:

Poush Mela 2023: এ বারে শান্তিনিকেতনের মেলার মাঠেই ফের পৌষমেলা? উপাচার্য বদলি হতেই বড় পদক্ষেপের ইঙ্গিত

Last Updated:

Poush Mela 2023: বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই শান্তিনিকেতনের মেলার মাঠে পৌষমেলা করতে ভারপ্রাপ্ত উপাচার্যকে চিঠি পরিবেশবিদ সুভাষের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ‘অবশেষে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের হোক! পরিবেশ বিধি মেনে পৌষ মেলা হোক’। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টকে ১০,০০০ টাকা অনুদান দিয়ে এ কথা বলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। সুভাষ দত্ত সাংবাদিক সম্মেলন করে জানান, ‘প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পরিবেশ আদালতের দোহাই দিয়ে বোলপুরের ঐতিহ্যবাহী পৌষমেলা বন্ধ করেছিলেন। পরিবেশ আদালত কখনও মেলা বন্ধ করতে এমন পরামর্শ দেয়নি। তবে পরিবেশকর্মী সুভাষ দত্তের মতে ‘বিশ্বভারতীর কাছে পরিবেশ রক্ষার কোন পরিকাঠামো নেই’।
পৌষমেলা ২০২৩
পৌষমেলা ২০২৩
advertisement

প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ঐতিহ্যবাহী পৌষমেলা পরিচালনা করার জন্য শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনারের সঙ্গে দেখা করে আর্জি জানান তিনি। পাশাপাশি বিশ্বভারতী কর্তৃপক্ষকে একটি চিঠি দেন সুভাষ দত্ত, তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, জাতীয় পরিবেশ আদালত গঠিত কমিটি প্রয়োজনে এ বারের আয়োজিত পৌষ মেলার দূষণ রুখতে সহযোগিতা করবে।

advertisement

আরও পড়ুনঃ রাস্তার দুপাশে গাছ ভর্তি কমলালেবু, বড়দিনের ছোট্ট ছুটিতে ঘুরে আসুন সিটং

প্রসঙ্গত, বোলপুরের পৌষমেলায় দূষণ হওয়ার অভিযোগ তুলে ২০১৬ সালে পরিবেশ আদালতে একটি মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। পরিবেশ আদালত মেলার মধ্যে কাঠ কিংবা কয়লার জ্বালানি ব্যবহার করা যাবেনা, প্লাস্টিক বর্জন করতে হবে, পর্যাপ্ত ডাস্টবিন ব্যবহার করতে হবে এমনই এক বিধিনিষেধ দিয়েছিলেন। আর আদালতে সেই নির্দেশ মেনেই চলছিল মেলা। তবে বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন ২০১৯ সালে শেষবার পূর্বপল্লির মাঠে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা।

advertisement

View More

পরিবেশ আদালতে দূষণ বিধি না মানার জরিমানা করা হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষকে। এরপর থেকেই বোলপুরের ঐতিহ্যবাহী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত পৌষমেলাকে বন্ধ করে দিয়েছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। চলতি মাসে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেয়াদ শেষ হতে পুনরায় দাবি উঠেছিল আবার পৌষ মেলা শুরু হোক। সূত্রের খবর, নতুন উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক এ বছর পৌষ মেলা করার ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

advertisement

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2023: এ বারে শান্তিনিকেতনের মেলার মাঠেই ফের পৌষমেলা? উপাচার্য বদলি হতেই বড় পদক্ষেপের ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল