মঙ্গলবার স্বাভাবিক হবে এমনটাই আশা করেছিলেন যাত্রীরা। কিন্তু মঙ্গলবারেও প্রায় একই সমস্যা। যাত্রীদের কথায় জানা যায় লোকাল ট্রেন চলাচলেও ঘন্টার পর ঘন্টা লেট। ট্রেন চলাচলে আধুনিকীকরণের কাজ দু’দিন আগে সম্পন্ন হয়েছে। নতুন সিস্টেম এবং বিক্ষিপ্ত ছোট ছোট সমস্যার জেরে সোমবারের পর মঙ্গলবারও যাত্রী ভোগান্তি।
যদিও সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা অবস্থার পরিবর্তন হয়। মঙ্গলবারও হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে বহু যাত্রী ট্রেনের অপেক্ষায়।বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনে। ২৪ ঘন্টা পার হয়েছে ট্রেন লেট। একদিকে যেমন সোমবার থেকে বহু যাত্রী আটকে রয়েছেন, অন্যদিকে মঙ্গলবার ট্রেন চলাচলে নতুন করে ট্রেন বাতিল বা সময় পরিবর্তন হলে আরও যাত্রী চাপ বাড়ে হাওড়া সাঁতরাগাছি স্টেশনে।
advertisement
আরও পড়ুন- জলের প্রবল চাপে ভেঙে পড়ল আত্রেয়ী নদীর লো-ড্যাম! আতঙ্কিত স্থানীয়রা
রেল সূত্রে জানা যায়, ট্রেন মেইন্টেনেন্স হতে হাওড়া থেকে সাঁতরাগাছি পৌঁছয়। সেই ট্রেন ঘুরে আবার হাওড়ায় পৌঁছয়। চক্রাকার পদ্ধতিতে কাজ চলতে থাকে। সাঁতরাগাছিতে সিগন্যাল আধুনিকীকরণ কাজ সম্পন্ন হলেও অন্যান্য কিছু সমস্যা দেখা দেয়। যে কারণে ট্রেন চলাচলের উপর প্রভাব পড়ে।
আরও জানা যায়, পরিষেবা আধুনিকীকরণের কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। সেই কাজ সফলভাবে সমাপ্ত হলেও বিক্ষিপ্ত কিছু ঘটনারে জেরে যাত্রী ভোগান্তি। সোমবার থেকে যে সমস্যা সৃষ্টি হয়েছে, মঙ্গলবার কিছুটা পরিবর্তন হয়। এই সমস্যা ধীরে ধীরে স্বাভাবিকের দিকে বলেই জানান দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক।
রাকেশ মাইতি